
মুম্বই: আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ১৪তম দিনে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিলেন পন্থরা। লখনউয়ের টার্গেট ছিল ১৫০। কুইন্টন ডি’ককের দুরন্ত ৮০ রানের ইনিংস ফিকে করে দিল পৃথ্বী শ-র ৬১ রানের ইনিংসকে। ২ বল বাকি থাকতেই ১৫৫ রান তুলে ফেলল লখনউ সুপার জায়ান্টস। পন্থের দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী লখনউ। এই নিয়ে টানা তিন ম্যাচে জয়ের ফলে লখনউ সুপার জায়ান্টসের জয়ের হ্যাটট্রিক হয়ে গেল। এবং লোকেশ রাহুলরা পৌঁছে গেলেন লিগ টেবলের ২ নম্বরে।
আইপিএল-১৫-র (IPL 2022) ১৪তম দিনে লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ৬ উইকেটে এ দিনের ম্যাচে জিতে নিল লখনউ।
লখনউয়ের আজকের ম্যাচের জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে কুইন্টন ডি’ককের। ৫২ বলে ডি’ককের ৮০ রান লখনউয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিল।
২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।
শেষ ওভারের প্রথম বলে দীপক হুডার উইকেট তুলে নিলেন লর্ড শার্দূল।
ম্যাচ জিততে লখনউয়ের চাই শেষ ওভারে ৫ রান।
১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে লখনউ। ম্যাচ জিততে হলে শেষ ৩ ওভারে লখনউকে তুলতে হবে ২৪ রান।
কুইন্টন ডি’ককের উইকেট অবশেষে তুলে নিলেন কুলদীপ যাদব। ৮০ রানের দুরন্ত ইনিংস আজ উপহার দিলেন ডি’কক।
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে ডি’ককদের প্রয়োজন ৩৯ রান। প্রথম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে লখনউ তুলেছে ১১১ রান।
এভিন লুইসের উইকেট তুলে নিলেন ললিত যাদব। দ্বিতীয় উইকেট হারাল লখনউ। ৫ রান করে মাঠ ছাড়লেন লুইস।
পন্থের দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ক্যাপ্টেন লোকেশের উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে লখনউ।
লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। দিল্লিকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ। ২৪ রান করে মাঠ ছাড়লেন লোকেশ।
পাওয়ার প্লে-র খেলা শেষ।
প্রথম ৫ ওভারের সুপার জায়ান্টসের স্কোর বিনা উইকেটে ৪৫। ৫ ওভার শেষে দিল্লিরও একই স্কোর ছিল।
প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছেন লোকেশ রাহুলরা। ম্যাচ জিততে লখনউয়ের এখনও প্রয়োজন ১৩৫ রান।
লখনউয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও কুইন্টন ডি’কক।
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলল পন্থের দিল্লি। ম্যাচ জিততে লখনউয়ের চাই ১৫০ রান।
১৮ ওভার শেষে পন্থের দিল্লির স্কোর ৩ উইকেটে ১৩৬।
ক্রিজে ঋষভ পন্থ ও সরফরাজ খান। ১৬ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে দিল্লি।
রবি বিষ্ণোই লখনউকে এনে দিলেন তৃতীয় সাফল্য। রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নিলেন রবি। ৩ রান করে মাঠ ছাড়লেন রোভম্যান।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে দিল্লি
রবি বিষ্ণোই তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন ওয়ার্নার।
লখনউকে প্রথম উইকেট এনে দিলেন কৃষ্ণাপ্পা গৌতম। ৬১ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৫২ রান তুলেছে দিল্লি।
প্রথম ৫ ওভারে ভালো গতিতেই এগিয়েছে দিল্লি। ৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৪৫ রান।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে ২৭ রান তুলেছে টিম দিল্লি।
টিম দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।
দিল্লির জার্সিতে দীর্ঘ ৮ বছর পর আবার খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার।
????? ????? ?? ????? ??? ?? ?? ??? ?
Davey, let's do this again ????#YehHaiNayiDilli | #LSGvDC | #IPL2022 | @davidwarner31 | #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/Kc3Kq2ttyX
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, এভিন লুইস, জেসন হোল্ডার, দীপক হুডা, আয়ুষ বাদোনি ও আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, অনরিখ নর্টজে ও কুলদীপ যাদব।
The Playing XI you were all waiting for ?❤️
LET'S GO ??#YehHaiNayiDilli | #IPL2022 | @aplapollo_tubes#TATAIPL | #IPL | #DelhiCapitals | #LSGvDC pic.twitter.com/ZxkyP6jQyC
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সুপার জায়ান্টসদের মুখে নামার জন্য তৈরি টিম দিল্লি।
? Snapped ?? Our DC stars on their way to the next challenge ?#YehHaiNayiDilli | #IPL2022 @TajMahalMumbai #TATAIPL | #IPL | #DelhiCapitals | #LSGvDC pic.twitter.com/eQEnIsRQah
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
লখনউয়ের বিরুদ্ধে আজ খেলতে পারেন অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
???????? ????? ???? ?❤️
First #LSGvDC Clash ➡️ LOADING ?#YehHaiNayiDilli | #IPL2022 #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/u2o9QIm8EU
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
ঠিক এক ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লোকেশের লখনউ ও পন্থের দিল্লি।
Hello and welcome to Match 15 of #TATAIPL.#LSG will take on #DelhiCapitals at the DY Patil Stadium today.
Who are you rooting for?#LSGvDC pic.twitter.com/FBisRjO2W2
— IndianPremierLeague (@IPL) April 7, 2022