
পুনে: আবার একটা হার। কিন্তু ক্রিকেট সমালোচকদের কাছে বোধ হয় প্রশ্নও শেষ। তাই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হার নিয়ে বিশেষ অবাক হন না ক্রিকেট পন্ডিতরা। হার ছোট হোক বা বড়। এ বারের আইপিএলে (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স যেন ব্যর্থতার আর এক নাম। নিজেদের হারে যেমন প্লে-অফের স্বপ্নটা শেষ করলেন শ্রেয়সের ছেলেরা, তমনই বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের কার্যত পা দিয়ে দিল রাহুলের দল। ৭৫ রানে কেকেআরকে হারিয়ে, গুজরাতকে সরিয়ে পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে এল কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কলকাতার মালিকের দলের কাছে হার কলকাতার দলের। ক্রিকেট মহলের একটাই মত, এই মরসুমটা শেষ, আগামী দিনের দিকে তাকিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করুক নাইট শিবির। কারণ তাদের গলদটা মাঠে যতটা তার থেকেও নিলামের টেবিলে বেশি। ১১ ম্যাচে ৮ পয়েন্টে আটকে থাকা দল যে নিজেদের প্রথম এগারো গুছিয়ে উঠতে পারেনি। এর দায় ক্রিকেটারদের যতটা ততটাই নিলামের টেবিলে বসা কর্তাদের।
ডি কক – ৫০
দীপক – ৪১
রাসেল – ২২/২
রাসেল – ৪৫
নারিন – ২২
আবেশ – ১৯/৩
৭৫ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে লখনউ
পরপর উইকেট হারিয়ে চাপে নাইট রাইডার্স
১১ ওভার শেষ নাইটদের। ৫৪ বলে ম্যাচ জিততে চাই ১০৮ রান
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে কলকাতা। ৮৪ বলে ম্যাচ জিততে চাই ১৫২ রান
প্রথম ওভারে কোনও রান এল না, উল্টে আউট বাবা ইন্দজিত্। চাপে কেকেআর
১৭৬ রানে শেষ রাহুলদের ইনিংস। ৫০ রান কুইন্টন ডি ককের। ৪১ রান এল দীপক হুডার ব্যাট থেকে। নাইটদের হয়ে ২ উইকেট রাসেলের।
প্রথম ১০ ওভার শেষ লখনউ সুপার জায়েন্টস ইনিংসের। দুরন্ত গতিতে ছুটছে দীপক হুডাদের ইনিংস।
পাওয়ার প্লেতে দারুণ শুরু লখনউয়ের। প্রথম ওভারে রাহুল ০ রানে আউট হলেও ডিকক ও দীপকের ব্যাটে জ্বলে উঠেছে লখনউ।
প্রথম ওভারেই রাহুলের উইকেট হারাল লখনউ
A look at the Playing XI for #LSGvKKR
Live – https://t.co/54QZZOwt2m #LSGvKKR #TATAIPL https://t.co/22pnKUYx7g pic.twitter.com/DN6ZXczc0M
— IndianPremierLeague (@IPL) May 7, 2022
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের
#KKR have won the toss and they will bowl first against #LSG.#TATAIPL pic.twitter.com/GQHYjW07bW
— IndianPremierLeague (@IPL) May 7, 2022
Hello from Pune for Match No. 5⃣3⃣ of the #TATAIPL 2022. ?@klrahul‘s @LucknowIPL square off against @KKRiders, led by @ShreyasIyer15. ? ? #LSGvKKR
Which team will come out on top tonight? ? ? pic.twitter.com/Fgr4on9UMP
— IndianPremierLeague (@IPL) May 7, 2022