মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সানডের মেগা ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। যার মধ্যে জায়ান্টস অধিনায়ক কেএল একাই করেন ১০৩* রান। মুম্বইয়ের চলতি আইপিএলে প্রথম জয়ের জন্য টার্গেট ছিল ১৬৯। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে থেমে গেল মুম্বই। ফের এক বার হারের মুখ দেখল মুম্বই। ৩৬ রানে জয়ী লোকেশের দল। অন্যদিকে টানা আট ম্য়াচে হার পূর্ণ হল রোহিতের দলের।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। শতরানের অপরাজিত ইনিংস কেএল সাজিয়েছিলেন ১২টি চার ও ৪টি ছয় দিয়ে।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের টার্গেট ছিল ১৬৯। রান তাড়া করতে নেমে ১৩২ রানে থেমে গেল মুম্বই। ৩৬ রানে মুম্বইকে হারাল লখনউ।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে থেমে গেল মুম্বই। ফের এক বার হারের মুখ দেখল মুম্বই। ৩৬ রানে জয়ী লোকেশের দল।
শেষ ওভারে রান আউট হলেন জয়দেব উনাদকট
শেষ ওভারে কায়রন পোলার্ডের উইকেট তুলে নেন ক্রুণাল পান্ডিয়া।
শেষ ৬ বলে ম্যাচ জিততে ৩৯ রান প্রয়োজন মুম্বইয়ের।
তিলক ভার্মার উইকেট তুলে নিলেন জেসন হোল্ডার। ২৭ বলে ৩৮ রান করে মাঠ ছাড়লেন তিলক।
সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন আয়ুষ বাদোনি। চতুর্থ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৭ রান করে মাঠ ছাড়লেন স্কাই।
রোহিত শর্মার উইকেট তুলে নিলেন ক্রুণাল পান্ডিয়া। ৩১ বলে ৩৯ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত। তৃতীয় উইকেট হারাল মুম্বই।
ডিওয়াল্ড ব্রেভিসকে ফেরালেন মৌসিন খান। ৩ রান করে মাঠ ছাড়লেন বেবি এবি।
ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। প্রথম উইকেট হারাল মুম্বই। ২০ বল খেলে মাত্র ৮ রান করে মাঠ ছাড়লেন ঈশান
টার্গেট ১৬৯। রান তাড়া করতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের টার্গেট ১৬৯।
রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি পূর্ণ করলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল।
৯ বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন দীপক হুডা। রাইলি মেরিডিথ তুলে নিলেন দীপকের উইকেট। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল লখনউ।
ক্রুণাল পান্ডিয়ার উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। চতুর্থ উইকেট হারাল লখনউ। ১ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল।
৩ বল খেলে কোনও রান না করে মাঠ ছাড়লেন মার্কাস স্টোইনিস। ড্যানিয়েল স্যামস তুলে নিলেন স্টোইনিসের উইকেট।
মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ২২ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন মনীশ পান্ডে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
জশপ্রীত বুমরা তুলে নিলেন কুইন্টন ডি’ককের উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও লোকেশ রাহুল।
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), দুশমন্ত চামিরা, জেসন হোল্ডার, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, আয়ুষ বাদোনি ও মৌসিন খান ও রবি বিষ্ণোই।
Squad, we've been asked to bat first!
Aur yeh hai aaj ke dumdaar XI! Let's go, Super Giants ??#AbApniBaariHai #IPL2022 #LSGvMI pic.twitter.com/jgS0TTgrXa
— Lucknow Super Giants (@LucknowIPL) April 24, 2022
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হৃত্বিক শোকিন, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকট, রাইলি মেরিডিথ।
आपली ही ??????? ?? उतरणार आज वानखेडे वर! ?️?
We are playing the same team from the last match. ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #LSGvMI @Dream11 pic.twitter.com/RL6pIaXUZe
— Mumbai Indians (@mipaltan) April 24, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
আজ মুম্বই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
????. ?????. ????. ??#OneFamily #DilKholKe #MumbaiIndians #LSGvMI pic.twitter.com/GE7pjcxLpN
— Mumbai Indians (@mipaltan) April 24, 2022
চলতি আইপিএলে প্রথমবার যখন মুম্বই-লখনউ মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ১৮ রানে জিতেছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
ALL smiles ahead of the big clash ☺️ ?#TATAIPL | #LSGvMI pic.twitter.com/yuuABPckkc
— IndianPremierLeague (@IPL) April 24, 2022
আজ রাহুলের লখনউয়ের বিরুদ্ধে নামার জন্য তৈরি বুম বুম বুমরা।
BOOM is all set for #LSGvMI ?#TATAIPL pic.twitter.com/N8nIxdZDOt
— IndianPremierLeague (@IPL) April 24, 2022
এক ঘণ্টা পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে লখনউ বনাম মুম্বই ম্যাচ।
It's Match 37 of #TATAIPL.@mipaltan are all set to return to the Wankhede Stadium as they take on @LucknowIPL.
Who are you rooting for?#LSGvMI pic.twitter.com/xz6a1cFi4Q
— IndianPremierLeague (@IPL) April 24, 2022