LSG vs MI, IPL 2022 Match 37 Result: রাহুলের সেঞ্চুরিতে ভর করে মুম্বইকে ৩৬ রানে হারাল লখনউ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2022 | 8:47 AM

Lucknow Super Giants vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

LSG vs MI, IPL 2022 Match 37 Result: রাহুলের সেঞ্চুরিতে ভর করে মুম্বইকে ৩৬ রানে হারাল লখনউ
লখনউ বনাম মুম্বই

Follow Us

মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সানডের মেগা ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। যার মধ্যে জায়ান্টস অধিনায়ক কেএল একাই করেন ১০৩* রান। মুম্বইয়ের  চলতি আইপিএলে প্রথম জয়ের জন্য টার্গেট ছিল ১৬৯। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে থেমে গেল মুম্বই। ফের এক বার হারের মুখ দেখল মুম্বই। ৩৬ রানে জয়ী লোকেশের দল। অন্যদিকে টানা আট ম্য়াচে হার পূর্ণ হল রোহিতের দলের।

Key Events

লোকেশ রাহুলের অপরাজিত ১০৩ রান

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। শতরানের অপরাজিত ইনিংস কেএল সাজিয়েছিলেন ১২টি চার ও ৪টি ছয় দিয়ে।

৩৬ রানে জয়ী লখনউ

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের টার্গেট ছিল ১৬৯। রান তাড়া করতে নেমে ১৩২ রানে থেমে গেল মুম্বই। ৩৬ রানে মুম্বইকে হারাল লখনউ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Apr 2022 11:36 PM (IST)

    ৩৬ রানে জয়ী লখনউ

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে থেমে গেল মুম্বই। ফের এক বার হারের মুখ দেখল মুম্বই। ৩৬ রানে জয়ী লোকেশের দল।

  • 24 Apr 2022 11:34 PM (IST)

    রান আউট উনাদকট

    শেষ ওভারে রান আউট হলেন জয়দেব উনাদকট


  • 24 Apr 2022 11:31 PM (IST)

    পোলার্ড আউট

    শেষ ওভারে কায়রন পোলার্ডের উইকেট তুলে নেন ক্রুণাল পান্ডিয়া।

  • 24 Apr 2022 11:28 PM (IST)

    খেলা বাকি শেষ ওভারের

    শেষ ৬ বলে ম্যাচ জিততে ৩৯ রান প্রয়োজন মুম্বইয়ের।

  • 24 Apr 2022 11:23 PM (IST)

    তিলক আউট

    তিলক ভার্মার উইকেট তুলে নিলেন জেসন হোল্ডার। ২৭ বলে ৩৮ রান করে মাঠ ছাড়লেন তিলক।

  • 24 Apr 2022 10:58 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৯৮/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ক্রিজে তিলক ভার্মা ও কায়রন পোলার্ড।
    • ম্যাচ জিততে এখনও মুম্বইয়ের প্রয়োজন ৩০ বলে ৭১ রান।
    • শুরুর ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে মুম্বই।
  • 24 Apr 2022 10:38 PM (IST)

    সূর্যকুমার আউট

    সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন আয়ুষ বাদোনি। চতুর্থ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৭ রান করে মাঠ ছাড়লেন স্কাই।

  • 24 Apr 2022 10:30 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৫৯/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে মুম্বই।
    • শেষের ১০ ওভারে ১১০ রান তুলতে হবে মুম্বইকে।
  • 24 Apr 2022 10:29 PM (IST)

    রোহিত আউট

    রোহিত শর্মার উইকেট তুলে নিলেন ক্রুণাল পান্ডিয়া। ৩১ বলে ৩৯ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত। তৃতীয় উইকেট হারাল মুম্বই।

  • 24 Apr 2022 10:20 PM (IST)

    ব্রেভিস আউট

    ডিওয়াল্ড ব্রেভিসকে ফেরালেন মৌসিন খান। ৩ রান করে মাঠ ছাড়লেন বেবি এবি।

  • 24 Apr 2022 10:14 PM (IST)

    ঈশান আউট

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। প্রথম উইকেট হারাল মুম্বই। ২০ বল খেলে মাত্র ৮ রান করে মাঠ ছাড়লেন ঈশান

  • 24 Apr 2022 10:05 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে রোহিতের মুম্বই।
  • 24 Apr 2022 10:00 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩১/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ম্যাচ জিততে মুম্বইয়ের চাই এখনও ৯০ বলে ১৩৮ রান।
    • ক্রিজে রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
  • 24 Apr 2022 09:35 PM (IST)

    রান তাড়া করতে নামল মুম্বই

    টার্গেট ১৬৯। রান তাড়া করতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 24 Apr 2022 09:24 PM (IST)

    ১৬৮ রানে থামল লখনউ

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের টার্গেট ১৬৯।

  • 24 Apr 2022 09:16 PM (IST)

    লখনউয়ের অধিনায়ক লোকেশের সেঞ্চুরি

    রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি পূর্ণ করলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল।

  • 24 Apr 2022 09:05 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    • ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
    • লখনউ ক্যাপ্টেন রাহুল রয়েছেন ৫৩ বলে ৮১ রানে।
    • সদ্য নামা আয়ুষ বাদোনি রয়েছেন ৪ বলে ৪ রানে।
  • 24 Apr 2022 08:56 PM (IST)

    হুডা আউট

    ৯ বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন দীপক হুডা। রাইলি মেরিডিথ তুলে নিলেন দীপকের উইকেট। পঞ্চম উইকেট হারিয়ে ফেলল লখনউ।

  • 24 Apr 2022 08:51 PM (IST)

    ১৫ ওভারে লখনউ ১১৬/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে লখনউ।
  • 24 Apr 2022 08:43 PM (IST)

    ক্রুণাল আউট

    ক্রুণাল পান্ডিয়ার উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। চতুর্থ উইকেট হারাল লখনউ। ১ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল।

  • 24 Apr 2022 08:40 PM (IST)

    স্টোইনিস আউট

    ৩ বল খেলে কোনও রান না করে মাঠ ছাড়লেন মার্কাস স্টোইনিস। ড্যানিয়েল স্যামস তুলে নিলেন স্টোইনিসের উইকেট।

  • 24 Apr 2022 08:31 PM (IST)

    মনীশ আউট

    মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ২২ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন মনীশ পান্ডে।

  • 24 Apr 2022 08:27 PM (IST)

    লখনউ অধিনায়কের হাফসেঞ্চুরি

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।

  • 24 Apr 2022 08:20 PM (IST)

    ১০ ওভারে লখনউ ৭২/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • কুইন্টন ডি’ককের উইকেট হারিয়ে লখনউকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল ও মনীশ পান্ডে জুটি।
    • ১০ম ওভার থেকে এল ১৭ রান।
  • 24 Apr 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • লখনউ বনাম মুম্বই ম্যাচের পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • কেএল রাহুল ব্যাটিং করছেন ১৯ রানে এবং মনীশ ব্যাট করছেন ৩ রানে।
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে লখনউ।
  • 24 Apr 2022 07:56 PM (IST)

    ৫ ওভারে লখনউ ২৯/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ক্রিজে মনীশ পান্ডে ও কেএল রাহুল।
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে লখনউ।
  • 24 Apr 2022 07:50 PM (IST)

    ডি’কক আউট

    জশপ্রীত বুমরা তুলে নিলেন কুইন্টন ডি’ককের উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার।

  • 24 Apr 2022 07:45 PM (IST)

    ৩ ওভারে লখনউ ২০/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২০ রান তুলেছে লখনউ।
  • 24 Apr 2022 07:30 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও লোকেশ রাহুল।

  • 24 Apr 2022 07:13 PM (IST)

    লখনউয়ের প্রথম একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), দুশমন্ত চামিরা, জেসন হোল্ডার, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, আয়ুষ বাদোনি ও মৌসিন খান ও রবি বিষ্ণোই।

  • 24 Apr 2022 07:10 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হৃত্বিক শোকিন, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকট, রাইলি মেরিডিথ।

  • 24 Apr 2022 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

  • 24 Apr 2022 06:58 PM (IST)

    ঘরের মাঠে রাহুলদের মুখে রোহিতরা

    আজ মুম্বই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

  • 24 Apr 2022 06:54 PM (IST)

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাৎের ফল

    চলতি আইপিএলে প্রথমবার যখন মুম্বই-লখনউ মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ১৮ রানে জিতেছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

  • 24 Apr 2022 06:50 PM (IST)

    সুপার জায়ান্টসদের বিরুদ্ধে নামার জন্য তৈরি বুমরা

    আজ রাহুলের লখনউয়ের বিরুদ্ধে নামার জন্য তৈরি বুম বুম বুমরা।

  • 24 Apr 2022 06:31 PM (IST)

    আর কিছুক্ষণের অপেক্ষা

    এক ঘণ্টা পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে লখনউ বনাম মুম্বই ম্যাচ।