নভি মুম্বই: এ বারের আইপিএলের (IPL 2022) প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি আমরা। কিন্তু কুড়ি কুড়ির লড়াই এতটাই জমজমাট যে কোন চারটি দল প্লে-অফে যেতে পারে তাঁর কোনও আঁচ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজকের লখনউ সুপার জায়েন্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের আগে, নবাগত দল ছিল ওপরে। কিন্তু ম্যাচ শেষে ফাফ ডু প্লেসির দল চলে এল ২ নম্বরে। নীচে নামতে হল রাহুলের লখনউকে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সুপার জায়েন্টসদের রানে হারিয়ে টুর্নামেন্টের পঞ্চম জয় তুলে নিল রয়্যালসরা। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১০ পয়েন্টে পৌঁছে দিলেন ফাফ (Faf du Plessis)। ৯৬ রানের ইনিংসে সেঞ্চুরি মিস হল। কিন্তু জয়টা মিস হয়নি। তবে দ্বিতীয় স্থানে উঠে এলেও ফাফের একটা বড় চিন্তা রয়ে গেল। সেটা বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। প্রাক্তন অধিনায়ক আজ প্রথম বলে ০ রানে আউট হলেন। প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে হল বিরাটের রানে ফেরা যে কতটা জরুরি তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
১৮ রানে রয়্যালসদের হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১৮ রানে ম্যাচ জিতে ১০ পয়েন্টে পৌঁছে গেল ফাফ ডু প্লেসির দল
শেষ ৩০ বলে লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ জিততে চাই ৬৫ রান
শেষ ৬০ বলে লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ জিততে চাই ৯৯ রান
পাওয়াপ প্লে শেষে ডি কক ও পান্ডের উইকেট হারিয়ে চাপে লখনউ সুপার জায়েন্টস।
শুরু থেকেই দুরন্ত মেজাজে কেএল রাহুল
৯৬ রানের ইনিংস খেললেন ফাফ ডু প্লেসি। ম্যাচ জিততে রাহুলেদর চাই ১৮১ রান।
১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান আরসিবির। ৬১ রানে ক্রিজে ফাফ ডু প্লেসি
অধিনায়ক ফাফের ব্যাটে ভর করে এগোচ্ছে আরসিবি।
পাওয়ার প্লে শেষ, ক্রমশ চাপ বাড়ছে আরসিবির ওপর। অনুজ বিরাটের পর আউট ম্যাক্সওয়েলও। ৬ ওভারে ৪৭ রান আরসিবির।
প্রথম ওভারেই জোড়া ধাক্কা ব্যাঙ্গালোর শিবিরে। আউট অনুজ ও বিরাট।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত কেএল রাহুলের।
#LSG have won the toss and they will bowl first against #RCB.
Live – https://t.co/9Dwu1D2dHE #LSGvRCB #TATAIPL pic.twitter.com/yt6MktHPyt
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
Hello and welcome to Match 31 of #TATAIPL @klrahul11 led #LSG will take on @faf1307‘s #RCB.
Who are you rooting for?#LSGvRCB pic.twitter.com/vs1wVnilrB
— IndianPremierLeague (@IPL) April 19, 2022