AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023: শিয়রে ভোট, বদলে গেল আইপিএলের দিনক্ষণ!

ভোটের জন্য হঠাৎই বদলে ফেলা হয়েছে আইপিএল ম্যাচের দিনক্ষণ। এগিয়ে আনা হয়েছে ম্যাচ।

IPL 2023: শিয়রে ভোট, বদলে গেল আইপিএলের দিনক্ষণ!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 9:57 PM
Share

কলকাতা: প্রায় মাঝামাঝি পর্যায়ে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ১০টি দল প্লে অফে নিজেদের জায়গা পাকা করার জন্য ঝাঁপিয়েছে (IPL 2023)। তারই মধ্যে পাল্টে গেল আইপিএলের সূচি। আইপিএলের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। আগামী ৪ মে টুর্নামেন্টের ৪৬তম ম্যাচটি লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচটি একানা স্টেডিয়ামে খেলার কথা ছিল (LSG vs CSK)। কিন্তু ম্যাচটির দিন পরিবর্তন করে একদিন আগে অর্থাৎ ৩ মে এগিয়ে নিয়ে আসা হয়েছে। সেদিন আরও একটি ম্যাচ হওয়ার কথা। পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। ম্যাচটি শুরু হবে ৭.৩০ নাগাদ। লখনউ বনাম চেন্নাই ম্যাচটি খেলা হবে ৩ মে বিকেল ৩.৩০টে থেকে। অর্থাৎ, শনি ও রবিবারের পাশাপাশি মে মাসের ৩ তারিখ, বুধবার রয়েছে আরও একটি ডবল হেডার। কিন্তু কেন এই পরিবর্তন? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

৪ মে রয়েছে লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন। তাই একানা স্টেডিয়ামে সেদিন লখনউ বনাম চেন্নাই আইপিএল ম্যাচটি অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। দিন পরিবর্তন করে ম্যাচটি এগিয়ে নিয়ে আসা হয়েছে ৩ মে। পরিবর্তিত পরিস্থিতিতে লখনউয়ের হোম ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১ মে আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে লখনউ সুপার জায়ান্টস। এরপর ফের তাদের নামতে হবে টুর্নামেন্টের অন্যতম সফল টিম চেন্নাইয়ের বিরুদ্ধে। ফলে লখনউয়ের দুটি ম্যাচের মধ্যে গ্যাপ থাকছে মাত্র ১ দিনের। একদিনের বিরতির পরই মাঠে নেমে পড়তে হবে লোকেশ রাহুলদের। তবে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা বেশ কিছুদিনের বিরতি পাচ্ছেন। ঘরের মাঠে ৩০ এপ্রিল ধোনিরা খেলবেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

এর আগেও একাধিকবার আইপিএলের সূচি বিঘ্নিত হয়েছে নির্বাচনের জন্য। সেটা লোকসভা ভোট, বিধানসভা ভোট বা লোকাল ইলেকশন। এর পিছনে মুখ্য কারণটাই হল নিরাপত্তা। ২০০৯ সালের লোকসভা ভোটের কারণে পুরো টুর্নামেন্টটাই তুলে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালের মরসুম শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। ভোট শেষ হওয়ার পর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হয় ভারতে।