দীপঙ্কর ঘোষাল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে ঝড় তুলেছিলেন ইংল্য়ান্ডের অলরাউন্ডার স্যাম কারান। রেকর্ড দামে তাঁকে কিনেছিল পঞ্জাব কিংস। কয়েক ম্য়াচে শুধু অলরাউন্ডারের ভূমিকাই ছিল। বাড়তি দায়িত্ব পড়ল লখনউ সুপার জায়ান্টস ম্যাচে। কাঁধের চোটে শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। নেতৃত্বের দায়িত্ব পড়ে স্য়াম কারানের ওপর। ম্য়াচ শেষ হতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তাঁর কথায় এমনই ইঙ্গিত। এর আগের ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচ শেষ ওভারে গেলেও হেরেছিল পঞ্জাব। এ বার অবশ্য হাসি মুখেই মাঠ ছাড়লেন। ম্য়াচ শেষ ওভারে পৌঁছলেও ৩ বল বাকি থাকতেই জিতল পঞ্জাব কিংস। আইপিএলে দ্রুততম ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেও হতাশায় মাঠ ছাড়তে হল লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। ম্যাচ শেষে কী বললেন পঞ্জাব অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পঞ্জাব অধিনায়ক স্যাম কারান বলেন, ‘দুর্দান্ত জয়। আমাদের দলের যেন ক্লোজ ম্যাচের প্রতি ভালোবাসা জন্মেছে। নেতৃত্ব দেওয়াটা খুবই কঠিন কাজ। প্রার্থনা করি, শিখর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সকলেই খুব ভালো খেলেছে। তবে নিখুঁত জয় বলতে পারছি না। বোলাররা খুব সুন্দর পারফর্ম করেছে। বিশেষ করে স্পিনারদের কথা বলতে হয়। স্লগ ওভারে আমাদের বোলিং খুবই ভালো হয়েছে।’
রান তাড়ায় কিছু ক্ষেত্রে খেই হারিয়েছিল পঞ্জাব। স্লগ ওভারে লেগ স্পিনার রবি বিষ্ণোইকে দিয়ে বোলিং করান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। একটা সময় মনে হয়েছিল, রাহুলের পরিকল্পনাই সফল হতে চলেছে। সিকান্দার রাজার অনবদ্য ইনিংস এবং শেষ দিকে শাহরুখ খানের ক্যামিও, পঞ্জাবকে কোনও সমস্যায় পড়তে দেয়নি। স্যাম কারান যোগ করলেন, ‘পরের দিকে শিশিরের প্রভাব ছিল। তবে রাজা মিডল ওভারে অনবদ্য খেলেছে। আর শাহরুখ যে পরিস্থিতি থেকে ম্যাচটা ফিনিশ করল, দুর্দান্ত। শাহরুখকে নিয়ে দলের একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। প্রস্তুতিতে ও প্রচণ্ড পরিশ্রম করে। ওকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটা পালন করার চেষ্টা করছে। আশা করছি আগামী দিনে শাহরুখ আরও ভালো ইনিংস খেলবে।’