
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। বিভিন্ন রাজ্যেই শুরু হয়ছে স্থানীয় টি-টোয়েন্টি লিগ। মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগেরও দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। যদিও ম্যাচে বৃষ্টির থাবা। এ বার আরও বড় আকারে হচ্ছে টুর্নামেন্ট। বাড়ানো হয়েছে দল। প্রথম সংস্করণে শুধুমাত্র পুরুষদের টুর্নামেন্ট থাকলেও এ বার মেয়েদের লিগও শুরু করা হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি মাঝপথেই বৃষ্টিতে ভেস্তে যায়।
গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জবলপুর রয়্যাল লায়ন্স ও ভোপাল লেপার্ডস। কিন্তু ম্যাচের প্রথম ইনিংসই সম্পূর্ণ করা যায়নি। প্রকৃতির উপর কারও হাত নেই। এই ম্যাচেও তেমনই পরিস্থিতি হয়।
গত কালই শুরু হয়েছে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জবলপুর রয়্যাল লায়ন্স। এই সিদ্ধান্ত সঠিকই প্রমাণ হচ্ছিল। ম্যাচটা পুরো হলে বৃষ্টির আগে অবধি অন্তত অ্যাডভান্টেজে ছিল জবলপুর টিমই। পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যেই ভোপাল লেপার্ডসের ৩ উইকেট তুলে নেয় জবলপুর রয়্যাল লায়ন্স। রান উঠেছিল মাত্র ৫৫। কিন্তু ১৬ ওভার শেষে ৬ উইকেটে ১৩০ রান তোলে জবলপুর। এরপরই বৃষ্টিতে থামাতে হয় ম্যাচ। দীর্ঘ সময় অপেক্ষা করলেও আর শুরু করা যায়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমেই অভিষেক হয়েছিল অনিকেত ভার্মার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। মধ্যপ্রদেশের এই বিধ্বংসী ব্যাটারের অবশ্য ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি। ভোপাল টিমের হয়ে একটি ছয় মেরেই ডাগআউটের রাস্তা ধরেন। টুর্নামেন্ট এগোলে হয়তো অনিকেতের ব্যাটে ভালো ইনিংস দেখা যাবে। গত সংস্করণে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সুযোগ মিলেছিল আইপিএলে।