Shivam Dube and MS Dhoni: শিবম দুবের দুরন্ত বিবর্তনের নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই!

প্রথমদিকে স্পিনের বিরুদ্ধে তাঁর ছক্কাগুলি ধোনির ছক্কাকেও হার মানাত। কার্যত বল হারানো ছয় মারতেন। কিছু শট তো স্টেডিয়ামের গ্যালারির কাচও ভেঙে দেয়। আর এই কারণেই ইয়েলো আর্মির চোখে ভিলেন হয়ে ওঠেন শিবম দুবে। আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে ৯৫ রানের করে টিমে পাকাপাকি জায়গা করে নেন শিবম।

Shivam Dube and MS Dhoni: শিবম দুবের দুরন্ত বিবর্তনের নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2026 | 4:28 PM

চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের হার নিয়ে হতাশা থাকলেও শিবম দুবের ব্যাটিং ইনিংস ভারতীয় শিবিরকে নিঃসন্দেহে আশাবাদী করেছে। টপ অর্ডারের ব্যর্থতার পরও ২৩ বলে বিস্ফোরক ৬৫ রান করেন দুবে। যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের স্পষ্ট বার্তা দিয়েছেন। এতে স্পষ্ট ভারতের মিডল অর্ডারে জন্য় এক আগ্রাসী ব্যাটার প্রস্তুত।

আইপিএলের নিয়মিত দর্শকরা জানেন, দশ ওভারের পর চেন্নাই সুপার কিংসের শিবম দুবের বিরুদ্ধে যে স্পিনার বল করতে আসেন, তিনি জানেন, কতটা বিপদের মধ্যে পড়তে চলেছেন। ২০২২ সাল থেকে এই বাঁহাতি ব্যাটার মূলত স্পিন-হিটার হিসেবেই নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন। সিএসকে-তে যোগ দেওয়ার আগেই ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়ে গিয়েছিল তাঁর। তবে তার আগে খেলা ১৩টি টি-টোয়েন্টিতে নিজেকে ঠিক মতো প্রতিষ্ঠা করতে পারেননি।

২০২১ সালের আইপিএলের একটা ম্যাচে প্রথম শিবমের দিকে নজর পড়ে সিএসকে ম্যানেজমেন্টের। আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ১৯০ রানের মধ্য়ে দুবে করেছিলেন ৬৪ রান। মাত্র ৪২ বলে। সেই ইনিংসেই এমএস ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং বুঝে যান স্পিনের বিরুদ্ধে পাওয়ার হিটার হওয়ার আশ্চর্য সম্ভাবনা রয়েছে শিবমের। ২০২২ নিলামে তাঁকে ৪ কোটি টাকায় দলে নেয় সিএসকে। শুরুর দিকে তিনি প্রথম একাদশে ছিলেন না। ধীরে ধীরে দলে জায়গা করে নেন।

প্রথমদিকে স্পিনের বিরুদ্ধে তাঁর ছক্কাগুলি ধোনির ছক্কাকেও হার মানাত। কার্যত বল হারানো ছয় মারতেন। কিছু শট তো স্টেডিয়ামের গ্যালারির কাচও ভেঙে দেয়। আর এই কারণেই ইয়েলো আর্মির চোখে ভিলেন হয়ে ওঠেন শিবম দুবে। আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে ৯৫ রানের করে টিমে পাকাপাকি জায়গা করে নেন শিবম। অন্য ফ্র্যাঞ্চাইজির প্রলোভনের পরও সিএসকে তাঁকে ধরে রেখেছে। ১২ কোটি টাকায় অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে রিটেন করে।

স্পিনের বিরুদ্ধে দাপট থাকলেও, পেসের বিরুদ্ধে শর্ট বলে দুর্বলতা ছিল শিবমের। কিন্তু সেই ত্রুটি শুধরে নিয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্যাকব ডাফি ও জ্যাক ফোকসের মতো পেসারদের বিরুদ্ধে তাঁর সাবলীল ব্যাটিংই প্রমাণ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে অলরাউন্ডার হিসেবেই দেখতে চায়। গত বছর এশিয়া কাপ ফাইনালে স্পিন সহায়ক উইকেটে বোলিং করানো হয়েছিলেন শিবমকে। সব মিলিয়ে সিএসকের হাত ধরে শিবম দুবে আজ শুধু স্পিন হিটারই নন, বরং ভারতীয় টি-টোয়েন্টি দলের এক ভরসাযোগ্য ম্যাচ উইনারও।