AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Syazrul Idrus: অবিশ্বাস্য বোলিং, মাত্র ৮ রানে ৭ উইকেট! বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার সিয়াজ়রুল ইদ্রাস

T20 World Cup qualifier: ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়লেন মালয়েশিয়ার বোলার সিয়াজ়রুল ইদ্রাস (Syazrul Idrus)।

Syazrul Idrus: অবিশ্বাস্য বোলিং, মাত্র ৮ রানে ৭ উইকেট! বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার সিয়াজ়রুল ইদ্রাস
Syazrul Idrus: অবিশ্বাস্য বোলিং, মাত্র ৮ রানে ৭ উইকেট! বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার সিয়াজ়রুল ইদ্রাস Image Credit: ICC
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 4:38 PM
Share

নয়াদিল্লি: টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি অনেক ক্রিকেটারের নামে রয়েছে। তবে টি-২০ (T20) ক্রিকেটে এতদিন ৬টির বেশি উইকেট কেউ নিতে পারেননি। এ বার সেটাই করে দেখালেন মালয়েশিয়ার এক বোলার। মোট ১২ জন বোলার এর আগে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬টি উইকেট নিয়েছিলেন। এই প্রথম বার কোনও বোলার এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার নজির গড়লেন। মালয়েশিয়ার বোলার সিয়াজ়রুল ইদ্রাস (Syazrul Idrus) ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিনের বিরুদ্ধে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছিল মালয়েশিয়া। সেই ম্যাচে মালয়েশিয়ার বোলার সিয়াজ়রুল ইদ্রাসের দাপটে কুয়ালালামপুরে চিন ১১.২ ওভারের মধ্যে মাত্র ২৩ রানে গুটিয়ে যায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন রান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যান ১০ রানে অল আউট হয়েছিল। টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রান হওয়া ম্যাচের তালিকায় ২ নম্বরে রয়েছে চেক রিপাবলিকের বিরুদ্ধে তুর্কির ২১ রানে অল আউট হওয়া।

২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় মালয়েশিয়া। শূন্যে ফেরেন সৈয়দ আজিজ। এরপর দ্বিতীয় দ্বিতীয় ওভারের শেষ বলে মহম্মদ আমিরও শূন্যে ফেরেন। ৪.৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে ফেলে মালয়েশিয়া। এর ফলে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া। মাত্র ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়া সিয়াজ়রুল ইদ্রাস পান ম্যাচের সেরার পুরস্কার।

প্রসঙ্গত, ২০২৪ সালে যে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের জয়ী দল নভেম্বরে এশিয়া আঞ্চলিক ফাইনালে খেলবে। ওই টুর্নামেন্টের শীর্ষে থাকা ২ দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।