Mumbai Indians: আগামী আইপিএলের পরিকল্পনা শুরু মুম্বই ইন্ডিয়ান্সের, ফিরলেন মালিঙ্গা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 19, 2023 | 6:59 PM

IPL 2024, MI: নিউজিল্যান্ডের তারকা পেসার শেন বন্ড ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। মহেলা জয়বর্ধনের কোচিং টিমের গুরুত্বপূর্ণ মুখ বন্ড।

Mumbai Indians: আগামী আইপিএলের পরিকল্পনা শুরু মুম্বই ইন্ডিয়ান্সের, ফিরলেন মালিঙ্গা
Image Credit source: twitter

Follow Us

বন্ডে ভরসা নেই! আগামী আইপিএলের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন লাসিথ মালিঙ্গা। ২০২১ সালে অবসরের পর রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ফের একবার মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে দেখা যাবে তাঁকে। যদিও নতুন ভূমিকায়। দীর্ঘ নয় মরসুম পর শেন বন্ডকে ফাস্ট বোলিং কোচের পদ থেকে সরাল মুম্বই ইন্ডিয়ান্স। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফের ভূমিকায় মালিঙ্গা এ বারই প্রথম নন। এর আগে ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। পরের বছরই প্লেয়ার হিসেবে ফেরেন। জসপ্রীত বুমরার সঙ্গে বোলিংয়ে ভরসা দেন মালিঙ্গা। চতুর্থ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লেয়ার হিসেবে সব মিলিয়ে মুম্বইয়ের হয়ে পাঁচটি ট্রফি জয় মালিঙ্গার। এর মধ্যে চার বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এক বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩৯ ম্যাচে ১৯৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ইকোনমি মাত্র ৭.১২। এর মধ্যে ১৭০টি উইকেটই আইপিএলে।

নিউজিল্যান্ডের তারকা পেসার শেন বন্ড ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। মহেলা জয়বর্ধনের কোচিং টিমের গুরুত্বপূর্ণ মুখ বন্ড। জয়বর্ধনেকে গ্লোবাল হেড করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বন্ডকে সরানো হলেও আইএল টি-টোয়েন্টি (আরব আমির শাহি), দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই ফ্র্য়াঞ্চাইজির দায়িত্বে বন্ড থাকছেন কিনা, এ বিষয়ে পরিষ্কার করা হয়নি।

Next Article