নয়াদিল্লি: দেখতে দেখতে আরও একটা আইপিএলের (IPL) মরসুম আসছে। আইপিএল মানেই রেকর্ডের ছড়াছড়ি। চার-ছক্কার বন্যা। কখনও বা হ্যাটট্রিক তো কখনও বা ফাইফার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সেঞ্চুরি (IPL Century) করেছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। তাও আবার টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচে। ম্যাকালাম তো বিদেশি, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোন ভারতীয় ক্রিকেটার সে কথা কী মনে আছে? সচিন-সেওয়াগ-বিরাট নন, আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন এক টিনএজার। মনে পড়ে তাঁর কথা? এই তিনি কে, বিস্তারিত তথ্য রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন মনীশ পান্ডের (Manish Pandey) নামে। ১৯ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন মনীশ। ২০০৯ সালের ২১ মে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক স্টেডিয়ামে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। সেই ম্যাচে ৭৩ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মনীশ। ১২ রানে ডেকান চার্জার্সকে হারিয়ে আইপিএলের সেমিফাইনালে পৌঁছে যায় আরসিবি। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন মনীশ।
বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন মনীশ পান্ডে। সেই তিনিই বিরাটের আগে আইপিএলে সেঞ্চুরি করে লাইমলাইটে চলে এসেছিলেন। মনীশ পান্ডের আগে আইপিএলে আর ৭জন ক্রিকেটার শতরান করেছিলেন। অষ্টম ক্রিকেটার হিসেবে মনীশ আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। আইপিএলে রেকর্ড গড়ার পর মনীশকে নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। পরবর্তীতে জাতীয় দলে মনীশের অভিষেক হয় ২০১৫ সালে। এখনও অবধি তিনি দেশের হয়ে ২৯টি ওডিআই এবং ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। এই দুই ফর্ম্যাটে যথাক্রমে মনীশ করেছেন ৫৬৬ ও ৭০৯ রান। আইপিএলে এখনও অবধি তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসে। আসন্ন আইপিএলের মিনি নিলামে দিল্লি ক্যাপিটালস মনীশকে ২.৪ কোটি টাকায় কিনেছে। ফলে, আইপিএলের ১৬তম সংস্করণে দিল্লির জার্সিতে দেখা যাবে মনীশকে।