AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marlon Samuels: কী কারণে ৬ বছরের জন্য নির্বাসিত হলেন বিশ্বজয়ী ক্রিকেটার?

ICC: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আসে। চলতি বথরের অগস্ট মাসে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়। অবশেষে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার। কী অপরাধ করেছিলেন স্যামুয়েলস?

Marlon Samuels:  কী কারণে ৬ বছরের জন্য নির্বাসিত হলেন বিশ্বজয়ী ক্রিকেটার?
মার্লন স্যামুয়েলস
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 1:47 PM
Share

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) রেশ এখনও কাটেনি। এরই মাঝে ক্রিকেটে দুর্নীতির ছায়া। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে ( Marlon Samuels ) ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আসে। চলতি বথরের অগস্ট মাসে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়। অবশেষে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার। কী অপরাধ করেছিলেন স্যামুয়েলস? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দুর্নীতিবিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। যার জন্য ৬ বছর তাঁকে  নিষিদ্ধ করেছে আইসিসি। গত ১১ নভেম্বর থেকে করে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা । বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার তরফে বৃহস্পতি বার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চারটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। জুয়াড়িদের থেকে উপহার, অর্থ এবং অন্যান্য ,সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। এবং তা  আইসিসি-র দুর্নীতি বিরোধী আধিকারিকদের কাছে লুকিয়ে গিয়েছেন। এ ছাড়া ৭৫০ ডলারের বেশি মূল্যের আর্থিক সুবিধা পেয়েও তা জানাননি। এবং সবশেষে আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করেননি তিনি।  প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য লোপাট করে  তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এই সব অভিযোগেক কারণে তাঁকে ৬ বছরের জন্য় নির্বাসিত করেছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। উজ্জ্বল কেরিয়ার তাঁর।  সব সংস্করণ মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে দুবার ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া ক্রিকেটার তিনি। সেই মারলন স্যামুয়েলসের গায়ে এ বার লাগল কলঙ্কের দাগ।