CWC 2023: অ্যাস্টন আগারের জায়গায় বিশ্বকাপের টিমে বড় চমক অস্ট্রেলিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 7:20 PM

ICC Men's Cricket World Cup, Australia Squad: ৫ অক্টোবর ওডিআই বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের কাছে আজ, ২৮ সেপ্টেম্বর অবধি সুযোগ রয়েছে তাদের প্রাথমিক ঘোষণা করা স্কোয়াডে চাইলে কোনও পরিবর্তন করার। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া সেই পরিবর্তনের পথে হেঁটেছে। অবশ্য খুব বেশি বদল হয়নি অজিদের বিশ্বকাপ স্কোয়াডে।

CWC 2023: অ্যাস্টন আগারের জায়গায় বিশ্বকাপের টিমে বড় চমক অস্ট্রেলিয়ার
CWC 2023: অ্যাস্টন আগারের জায়গায় বিশ্বকাপের টিমে বড় চমক অস্ট্রেলিয়ার
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: এ বারের মতো বিশ্বকাপে (ICC World Cup) খেলার স্বপ্ন ভেঙে গেল অ্যাস্টন আগারের। ওডিআই বিশ্বকাপে শুরু হতে আর ৬দিন বাকি। তার আগে অস্ট্রেলিয়ার (Australia) স্কোয়াডে হল পরিবর্তন। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের কাছে আজ, ২৮ সেপ্টেম্বর অবধি সুযোগ রয়েছে তাদের প্রাথমিক ঘোষণা করা স্কোয়াডে চাইলে কোনও পরিবর্তন করার। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া সেই পরিবর্তনের পথে হেঁটেছে। অবশ্য খুব বেশি বদল হয়নি অজিদের বিশ্বকাপ স্কোয়াডে। অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড থেকে মূল স্কোয়াডে একটিই পরিবর্তন হয়েছে। অ্যাস্টন আগারের জায়গায় মূল স্কোয়াডে এসেছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাফ মাসেলে চোট পেয়ে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না অ্যাস্টন আগারের। তাঁর জায়গায় অজিদের বিশ্বকাপ স্কোয়াডে এসেছেন মার্নাস লাবুশেন। অর্থাৎ আগার বিশ্বকাপে স্কোয়াডে না থাকায় একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা রইলেন অজি টিমে। সদ্য শেষ হওয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল দেখিয়ে দিয়েছেন তিনি জাম্পার সঙ্গে ভারতের মাটিতে বিশ্বকাপে বোলিংয়ে টিমকে সাহায্য করতে পারেন।

শেষ মুহূর্তে মার্নাস লাবুশেনের বিশ্বকাপ স্কোয়াডে এন্ট্রি নিয়ে ক্রিকেট মহলে অনেকেই বলছেন, প্রোটিয়া সফরে তাঁর দুরন্ত পারফরম্যান্সের জেরেই অজি টিমে এই বদল। ভারতের মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে খেলার আগে দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের ওডিআই সিরিজে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না মার্নাস লাবুশেন। নামেন সাবস্টিটিউট হিসেবে। এবং ৮০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান। এবং দলও জেতে। পরের ম্যাচে ১২৪ রান করেন লাবুশেন। তাঁর এই দুই ইনিংসের পরই তিনি নির্বাচকদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ভাবতে বাধ্য করেন।

অস্ট্রেলিয়ার ওডিআই বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Next Article