দুবাই: এক মাসও আর সময় নেই। ওয়ান ডে বিশ্বকাপের পারদ চড়ছে ক্রমশ। প্রতিটি দলের প্রস্তুতি জোরকদমে। ভারত, পাকিস্তান এশিয়া কাপ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। ইংল্যান্ড ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আরও একটা গুরুত্বপূর্ণ দিক ম্যাচ অফিসিয়াল। এ বারের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা, জানিয়ে দিল আইসিসি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে অংশ নেবে দশটি দল। প্রথমে রাউন্ড রবিন পর্ব। পয়েন্ট টেবলে শীর্ষ চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। গত বিশ্বকাপের ফরম্যাটই ধরে রাখা হয়েছে এ বারও। লিগ পর্বে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে। আপাতত লিগ পর্বের জন্যই ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করল আইসিসি। এলিট প্যানেলে থাকা প্রত্যেকেই রয়েছেন তালিকায়।
সব মিলিয়ে ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করা হয়েছে আইসিসির তরফে। এর মধ্যে ১৬জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি। ১৬ জনের মধ্যে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার রয়েছেন ১২ জন। তাঁরা হলেন- ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারিয়াস এরাসমাস, মাইকেল গফ, নীতীন মেনন, পল রাইফেল, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবোরো, রড টাকার, জোয়েল উইলসন, এহসান রাজা, আদ্রিয়ান হোলস্টক। বাকি চারজন আইসিসি এমার্জিং আম্পায়ার প্যানেলের। তাঁরা হলেন-শরফুদদৌলা ইবনে শাহিদ, পল উইলসন, অ্যালেক্স ওয়ার্ফ, ক্রিস ব্রাউন।
গত বিশ্বকাপ থেকে এ বার তালিকায় নেই পাকিস্তানের আম্পায়ার আলিম দার। অবসর নিয়েছেন তিনি। গত বিশ্বকাপ ফাইনাল খেলানো অভিজ্ঞ আম্পায়াররা রয়েছেন। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ভারতের জাভাগল শ্রীনাথ, জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন। আম্পায়ার ও রেফারি মিলিয়ে তালিকায় ভারতের দু-জন। তাঁরা হলেন নীতীন মেনন এবং জাভাগল শ্রীনাথ।