কলকাতা: জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে প্রতিনিধিত্ব করার সুপ্ত বাসনা থাকে প্রতিটি ক্রিকেটারের মনে। তাতে বর্তমান যুগে যতই জনপ্রিয় হোক টি-২০ ক্রিকেট। ক্রিকেটের আদি ফরম্যাটে পা রাখতে না পারলে যেন কেরিয়ারে অনেক কিছু বাকি থেকে যায়। ভারতীয় দল এবং বিশ্বের অন্যান্য টেস্ট খেলিয়ে দেশে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা সীমিত ওভারে দাপটের সঙ্গে খেললেও টেস্ট টিমে সুযোগ পাওয়ার জন্য হাহাকার করেন। অথচ শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ঠিক উল্টো পরামর্শ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) টিমের হয়ে অনবদ্য পারফম্যান্স ২০ বছরের পাথিরানার। তাঁর বল পড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা। সিএসকে দলের বিপক্ষের ব্যাটারদের এই ত্রাসকে দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এমন একটা পরামর্শ দিয়েছেন যা হয়তো শ্রীলঙ্কানদের পছন্দ হবে না। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
পাথিরানাকে বলা হয় লাসিথ মালিঙ্কার নতুন ভার্সন। অদ্ভুত দর্শনের বোলিং অ্যাকশন মাথিশা পাথিরানার। তাঁর এই বিচিত্র বোলিং অ্যাকশনেই যেন অনেকটা কাজ হয়ে যায়। গত মরসুম থেকে সিএসকে টিমের সঙ্গে যুক্ত পাথিরানা। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ডেবিউয়ে প্রথম বলেই শুভমন গিলের উইকেট নিয়েছিলেন। চলতি মরসুমে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ১০। গত শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ রান খবচ করে তিনখানা উইকেট বাগিয়ে নিয়েছেন। ক্যাপ্টেন কুলের মতে, পাথিরানার মতো অদ্ভুত অ্যাকশনের বোলারদের চোটের কবলে পড়ার সম্ভাবনা ভীষণ। যে কারণে তাঁর উচিত খুব বেছে ম্যাচ খেলা। তাই টেস্ট ফরম্যাট থেকে তরুণ ক্রিকেটারকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।
??????!
A remarkable delivery from Pathirana to dismiss the well-set Wadhera ????#TATAIPL | #CSKvMI pic.twitter.com/G9N2m6BeYQ
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
মাহির কথায়, “আমি ব্যক্তিগতভাবে মনে করি ও এমন একজন ক্রিকেটার যাঁর লাল বলের ক্রিকেট খেলা উচিত নয়।টেস্ট ক্রিকেটের ধারেকাছে যাওয়াও উচিত নয়। এমনকী সাদা বলের ক্রিকেটেও খুব বেছে ম্যাচ খেলা উচিত। ওর আইসিসির ইভেন্টগুলি খেলা উচিত। কারণ আগামীদিনের শ্রীলঙ্কার সম্পদে পরিণত হতে পারে। তার জন্য ফিট থাকাটা জরুরি। যখন প্রথমবার দেখেছিলাম তখন রোগা পাতলা ছিল। এ বার কিছুটা মাসল দেখা যাচ্ছে। আগের থেকে শক্তিশালী হয়েছে। আমার মতে শ্রীলঙ্কার হয়ে ও বহুবছর খেলা চালিয়ে যাবে।”