India vs Pakistan: ‘জাডেজার মতো থ্রি-ডি ক্রিকেটার রয়েছে পাক দলেও’, কার কথা বললেন অজি প্রাক্তনী ম্যাথু হেডেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 02, 2023 | 5:01 PM

গত ২ বারের টি-২০ বিশ্বকাপে পাক দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন। পাক দলের সঙ্গে খুব কাছ থেকে কাজ করার সুবাদে তিনি কমবেশি পাকিস্তানের ক্রিকেটারদের চেনেন। তাঁদের শক্তি-দূর্বলতা সম্পর্কে জানেন।

India vs Pakistan: জাডেজার মতো থ্রি-ডি ক্রিকেটার রয়েছে পাক দলেও, কার কথা বললেন অজি প্রাক্তনী ম্যাথু হেডেন?
India vs Pakistan: 'জাডেজার মতো থ্রি-ডি ক্রিকেটার রয়েছে পাক দলেও', কার কথা বললেন অজি প্রাক্তনী ম্যাথু হেডেন?

Follow Us

নয়াদিল্লি: বর্তমানে নতুন হেড কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্নের অধীনে খেলছেন বাবর আজমরা। গত ২ বারের টি-২০ বিশ্বকাপে পাক দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন। পাক দলের সঙ্গে খুব কাছ থেকে কাজ করার সুবাদে তিনি কমবেশি পাকিস্তানের ক্রিকেটারদের চেনেন। তাঁদের শক্তি-দূর্বলতা সম্পর্কে জানেন। সেই ম্যাথু হেডেনই এ বার পাক তারকা অলরাউন্ডার শাদাব খানকে প্রশংসায় ভরালেন। তাঁর তুলনা করলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গেও। ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার। আর তাঁর মতো থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার হলেন শাদাব খান (Shadab Khan)। বক্তা পাক ক্রিকেট দলের প্রাক্তন কোচ ম্যাথু হেডেন। ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে জাডেজা ও শাদাবকে নিয়ে আর কী কী বললেন ম্যাথু হেডেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বাবর আজমের পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র শাদাব খান। তিনি বাবরের অনুপস্থিতিতে একাধিক ম্যাচে পাক ক্রিকেট দলকে নেতৃত্বও দিয়েছেন। স্পিন বোলিংয়ের পাশাপাশি শাদাব খান ব্যাটিংয়েও পারদর্শী। শুধু তাই নয়, পাক দলে ফিল্ডিংয়ে তাঁর জুড়ি মেলা ভার। যে কারণে প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেনের মতে, শাদাব খান একজন থ্রি-ডি প্লেয়ার। তাঁর কথায়, ‘শাদাব খান একজন দারুণ ক্রিকেটার। ও একাধিক দক্ষতার অধিকারী। ওর মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, যেমনটা রয়েছে জাড্ডুর (রবীন্দ্র জাডেজা)। ও একজন থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার।’

ম্যাথু হেডেনের মতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে হিট শাদাব

ম্যাথু হেডেনের কথায়, ‘ব্যাট হাতে ও যতটা বিধ্বংসী, বল হাতেও ওর বৈচিত্র রয়েছে। একইসঙ্গে ও দারুণ ফিল্ডারও। আমার মনে হয় বিশ্বকাপ জিততে হলে ভালো ফিল্ডিং করতেও হবে।’ প্রাক্তন অজি তারকা হেডেনের মতে, জাডেজা-শাদাব খানের মতো অলরাউন্ডাররা যে টিমে থাকবেন, তাদের জন্য আসন্ন ওডিআই বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ হেডেন মনে করেন, বিশ্বকাপের মতো ইভেন্ট জিততে হলে ফিল্ডিংটাও উচ্চমানের করতে হবে। বাউন্ডারি লাইনের সামনে কোনও ক্যাচ, চটজলদি কোনও রান আউট করতে পারেন এমন ক্রিকেটাররা যে কোনও টিমের কাছেই সম্পদ। হেডেন মনে করেন, অজি ক্রিকেট দল ব্যাট-বলের পাশাপাশি ফিল্ডিংয়েও পারদর্শী যে কারণে ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাফল্যও নজরকাড়া।

Next Article