Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: কী কারণে প্রচণ্ড রেগে যান ধোনি? খোলসা করলেন পুরনো সতীর্থ

Matthew Hayden On MS Dhoni: সেই ২০০৮ সাল থেকে শুরু। প্রথম বছর থেকে সিএসকেকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। তাঁর নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে চেন্নাইয়ের দলটি। আর এই জয়ের কৃতিত্ব ধোনিকেই দিতে চান তাঁর পুরনো সতীর্থ হেডেন। তিনি বিশ্বাস করেন আগামী যতদিন হলুদ জার্সিতে খেলবেন মাহি, ততদিনই চমক দেখিয়ে যাবেন।

MS Dhoni: কী কারণে প্রচণ্ড রেগে যান ধোনি? খোলসা করলেন পুরনো সতীর্থ
ম্যাথু হেডেন ও মহেন্দ্র সিং ধোনিImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 10:56 AM

নয়াদিল্লি: বিগত কিছু বছর ভারতীয় ক্রিকেট মহলে একটাই গুঞ্জন। এটাই বোধ হয় মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। তবে এসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে প্রতিবার ব্যাটের ঝলক দেখাচ্ছেন রাঁচির রাজপুত্র। ২০২৪ আইপিএলেও ইয়েলো ব্রিগেডকে নেতৃত্ব দেবেন তিনি। সেই মতোই শুরু হয়ে গিয়েছে তোরজোর। মাথা তাঁর বরাবর ঠান্ডা। শান্ত থেকে কীভাবে জয় হাসিল করতে হয় তা ভালোই জানা তাঁর। এই জন্যই ক্যাপ্টেন কুল নামে পরিচিত তিনি। তবে বাইশ গজের কুলম্যানও কিন্তু রেগে যান। মাঠে কী কারণে মেজাজ হারান মাহি? খোলসা করলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিএসকে মানেই ধোনি। শুরু থেকে চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের মঞ্চ রাঙিয়ে আসছেন তিনি। ধোনির পরিবর্তে একবার রবীন্দ্র জাডেজার হাতে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কের আর্মব্যান্ড। কিন্তু তাতে ডাহা ব্যর্থ হন জাড্ডু। অগ্যতা সেই ধোনিকেই কাঁধে তুলে নিতে হয় দলের দায়িত্ব। নতুন বছেরর আইপিএলেও সিএসকেকে নেতৃত্ব দেবেন মাহি। অধিনায়ক হিসেবে ধোনির সাফল্য আকাশছোঁয়া। তবে মাঠে ক্যাপ্টেন কুল ঠিক কেমন? সেখানেও কি সবসময় মাথা ঠান্ডা তাঁর? খোলসা করলেন তাঁর পুরনো সতীর্থ ম্যাথু হেডেন। ২০০৮-২০১০ মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অজি কিংবদন্তি ম্যাথু। ধোনিকে কাছ থেকে দেখেছেন বেশ খানিকটা সময়। একটি সাক্ষাৎকারে ম্যাথুকে বলতে শোনা যায়, “ধোনির মাথা এমনিতে ঠান্ডা হলেও, ফিল্ডিংয়ে গোলমাল দেখলে ভয়ানক রেগে যায় ও।” ফিল্ডিং পছন্দ না হলে অনেকসময় ফিল্ডারদের উপর মেজাজ হারাতে দেখা গিয়েছে ধোনিকে। ম্যাচের চলাকালীন সতীর্থদের ক্রমাগত নির্দেশ দিতে থাকেন, যা স্টাম্প মাইকের দৌলতে শুনে ফেলেন ভক্তরা। অর্থাৎ মাঠে ফাঁকিবাজি মোটে পছন্দ করেন না মাহি, তা স্পষ্ট।

সেই ২০০৮ সাল থেকে যাত্রা শুরু। প্রথম বছর থেকে সিএসকেকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। তাঁর নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে চেন্নাইয়ের দলটি। আর এই জয়ের কৃতিত্ব ধোনিকেই দিতে চান তাঁর পুরনো সতীর্থ হেডেন। তিনি বিশ্বাস করেন আগামী যতদিন হলুদ জার্সিতে খেলবেন মাহি, ততদিনই চমক দেখিয়ে যাবেন। বাইশ গজে তিনি অপ্রতিরোধ্য। তাঁর নিষ্ঠা, একাগ্রতার কোনও জুড়ি নেই, পুরনো সতীর্থকে এমনই সার্টিফিকেট দিয়ে আসছেন ম্যাথু।।