মেলবোর্নে পন্থ-ওয়েডের ‘বাকযুদ্ধ’

sushovan mukherjee |

Dec 28, 2020 | 7:46 PM

ম্যাথু ওয়েডকে চাপে রাখতে শুরু থেকেই স্লেজিং করতে থাকেন ঋষভ পন্থ। বুমরার ওভারে এরপর পন্থকে পাল্টা স্লেজিং করেন ম্যাথু ওয়েড।

মেলবোর্নে পন্থ-ওয়েডের বাকযুদ্ধ
ম্যাথু ওয়েডের সঙ্গে ঋষভ পন্থের 'কথার লড়াই'। ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই স্লেজিং, পাল্টা স্লেজিং আর উত্তেজনার ঘনঘটা। ক্যাপ্টেন কোহলি নেই। তবুও অজিদের মানসিকভাবে বিধ্বস্ত করার সুযোগ ছাড়ল না টিম ইন্ডিয়া। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন দুই দলের লড়াই শুধুমাত্র ব্যাট-বলে সীমাবদ্ধ থাকল না। ২২ গজের যুদ্ধে নতুন রং পেল ‘বাকযুদ্ধ’।

অজি ওপেনার ম্যাথু ওয়েডের সঙ্গে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের ‘কথার লড়াই’ চুটিয়ে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাথু ওয়েডকে চাপে রাখতে শুরু থেকেই স্লেজিং করতে থাকেন ঋষভ পন্থ। বুমরার ওভারে এরপর পন্থকে পাল্টা স্লেজিং করেন ম্যাথু ওয়েড। তিনি বলেন, ‘তোমার ২৫ থেকে ৩০ কেজি ওজন বেশি আছে। তোমাকে বড় স্ক্রিনে অনেক মোটা দেখায়। খুব মজা লাগে তোমাকে স্ক্রিনে দেখতে।’

আরও পড়ুন:‘আম্পায়ার্স কল’ নিয়ে আবার প্রশ্ন তুললেন সচিন

চা-বিরতির আগে শেষ ওভারে ফের স্নায়ুর চাপ হারাতে দেখা যায় ওয়েডকে। অশ্বিন বল করার সময় ক্রমাগত ওয়েডকে উত্তপ্ত করতে থাকেন ঋষভ পন্থ। শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পারেননি অজি ওপেনার। জাদেজার বলে ম্যাথু ওয়েড আউট হন ৪০ রানে। পন্থ-ওয়েডের এই ‘বাগযুদ্ধ’ দেখার পর একটি মজার টুইটও করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Next Article