AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আম্পায়ার্স কল’ নিয়ে আবার প্রশ্ন তুললেন সচিন

'আম্পায়ার্স কল' নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা শেন ওয়ার্ন। তিনি বলেছিলেন, 'বল যদি উইকেটে লাগে, একই সঙ্গে আউট ও নট আউট হতে পারে না।'

'আম্পায়ার্স কল' নিয়ে আবার প্রশ্ন তুললেন সচিন
বক্সিং ডে টেস্টে বিতর্কের কেন্দ্রে 'আম্পায়ার্স কল।' ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)
| Updated on: Dec 28, 2020 | 4:23 PM
Share

TV9 বাংলা ডিজিটাল – ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে আবার বিতর্কে ডিআরএস নিয়ে। বলা ভাল ডিসিশন রিভিউ সিস্টেমের একটা অংশ নিয়ে। ‘আম্পায়ার্স কল।’ এই পদ্ধতির যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর (Sachin Tendukar)। ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে মাস্টার ব্লাস্টেরের প্রস্তাব, আরও একবার ভেবে দেখা হোক ‘আম্পায়ার্স কল’ (umpires call) পদ্ধতি নিয়ে।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বার্নস ও লাবুসানের বিরুদ্ধে হওয়া এলবিডাবলুর আবেদন নাকচ করে দেন অন ফিল্ড আম্পায়ার। রিভিউতে দেখা যায় বলের একটা অংশ উইকেটে লাগছে। কিন্তু আম্পায়ার্স কলের দৌলতে বেঁচে যান দুই অজি ব্যাটসম্যান। তারপরই টুইট করেন সচিন। নিজের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি আইসিসি’র (ICC) কাছে আবেদন করেন আম্পায়ার্স কলের যৌক্তিকতা নিয়ে।

টুইটারে সচিন লেখেন, ক্রিকেটাররা রিভিউ তখনই করেন যখন তারা অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারে না।  ডিআরএস নিয়ে আরও একবার ভেবে দেখা উচিত আইসিসি’র। বিশেষতা ‘আম্পায়ার্স কল।’

আরও পড়ুন – টিম ইন্ডিয়ার নতুন চিন্তা উমেশের চোট

সচিনের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অনেকেই। গত বছর ‘আম্পায়ার্স কল’ নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা শেন ওয়ার্ন। একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, ‘বল যদি উইকেটে লাগে তাহলেও একই সঙ্গে আউট ও নট আউট হতে পারে না।’