Mayank Agarwal: জাতীয় দল থেকে বাদ, বোর্ডের চুক্তি থেকেও, তীব্র সঙ্কটে মায়াঙ্কের আইপিএল কেরিয়ার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 08, 2023 | 6:07 PM

SRH, IPL 2023: চলতি আইপিএলে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফিরে আসার সুযোগ রয়েছে মায়াঙ্কের কাছে।

Mayank Agarwal: জাতীয় দল থেকে বাদ, বোর্ডের চুক্তি থেকেও, তীব্র সঙ্কটে মায়াঙ্কের আইপিএল কেরিয়ার?
জাতীয় দল থেকে বাদ, বোর্ডের চুক্তি থেকেও, তীব্র সঙ্কটে মায়াঙ্কের আইপিএল কেরিয়ার?
Image Credit source: IPL Website

Follow Us

হায়দরাবাদ: প্রথমে জাতীয় দলে ব্রাত্য। তারপর বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক চুক্তি থেকে বাদ। এ বার তাঁর আইপিএল (IPL) কেরিয়ারও সঙ্কটে। কথা হচ্ছে ভারতীয় তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) নিয়ে। কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মিতে যোগ দেওয়া মায়াঙ্ককে হায়দরাবাদ বিপুল অর্থ খরচ করে কেনে ঠিকই, কিন্তু তাঁকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়নি। আর নেতৃত্বের দায়ভার পেলে তিনি কতটা সামলাতে পারতেন তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ, মায়াঙ্ক ফর্মের ধারে কাছে নেই বললেই চলে। ১৬তম আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে হায়দরাবাদ। একটিতেও জিততে পারেনি নিজামের শহরের দল। সেই ২ ম্যাচে মায়াঙ্কের ব্যাট চলেনি। পরপর ২ ম্যাচে হেরে লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে হায়দরাবাদ। খারাপ ফর্মের কারণে হায়দরাবাদের একাদশ থেকে মায়াঙ্ক বাতিল পড়লে অবাক হওয়ার থাকবে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে ২৭ রান করেছিলেন মায়াঙ্ক। এরপর লখনউয়ের বিরুদ্ধে মাত্র ৮ রান করে আউট হয়েছিলেন মায়াঙ্ক। তাঁর ব্যাটে রানের বহর দেখেই বোঝা যাচ্ছে ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন মায়াঙ্ক। তাঁর দলও চলতি আইপিএলে ধুঁকছে। পরপর ২ ম্যাচে হেরে হায়দরাবাদের আত্মবিশ্বাস তলানির দিকে এগোচ্ছে। ১৬তম আইপিএলে রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল হায়দরাবাদ। এরপর শুক্রবার লখনউয়ের কাছে ৫ উইকেটে হেরেছে হায়দরাবাদ। আগামী কাল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে হায়দরাবাদের। হারের হ্যাটট্রিক এড়াতে হলে সেই ম্যাচে জিততেই হবে নিজামের শহরের দলকে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি যে বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে নেই মায়াঙ্ক আগরওয়ালের নামও ছিল না। একটি গ্রেডেও জায়গা করে নিতে পারেননি তিনি। ২০২২ সালের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে মায়াঙ্কের পারফর্ম্যান্স ভালো ছিল না। তারপরই তিনি ভারতীয় দল থেকে বাদ পড়েন। তাঁর অনুপস্থিতিতে টপ অর্ডারে ভালো পারফর্ম করেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল। চলতি আইপিএলে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফিরে আসার সুযোগ রয়েছে মায়াঙ্কের কাছে। তবে চলতি মরসুমে মায়াঙ্ক শুরুটা যেমন করেছেন, তাতে তাঁর জন্য এই রাস্তাটা কঠিন হতে চলেছে।

Next Article