MS Dhoni: ধোনির বিশ্বকাপ জেতানো ছয় পড়েছিল যে আসনে, তা এ বার নিলামে!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 14, 2023 | 7:30 AM

১২ বছর ভারতের ঝুলিতে বিশ্বকাপ আসেনি। ২০১১ সালে শেষ বার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারত বিশ্বকাপ জিতেছিল। শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরার বলে গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি ম্যাচ ফিনিশ করেছিলেন। সেই দৃশ্য এখনও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। ধোনির বিশ্বকাপ জেতানো ছয় যেখানে ল্যান্ড করেছিল, সেখানে এ বার বসে খেলা দেখতে পারেন আপনিও। কীভাবে? বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ধোনির ভক্তদের জন্য এক চমক নিয়ে হাজির এমসিএ।

MS Dhoni: ধোনির বিশ্বকাপ জেতানো ছয় পড়েছিল যে আসনে, তা এ বার নিলামে!
MS Dhoni: ধোনির বিশ্বকাপ জেতানো ছয় পড়েছিল যে আসনে, তা এ বার নিলামে!

Follow Us

মুম্বই: দেখতে দেখতে বিশ্বকাপের দিন এগিয়ে আসছে। ১২ বছর ভারতের ঝুলিতে বিশ্বকাপ (Cricket World Cup) আসেনি। ২০১১ সালে শেষ বার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরে ভারত বিশ্বকাপ জিতেছিল। শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরার বলে গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনি ম্যাচ ফিনিশ করেছিলেন। সেই দৃশ্য এখনও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। চলতি বছরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) ধোনির বিশ্বকাপ জেতানো ছয় যেখানে ল্যান্ড করেছিল, সেখানে একটি স্মারক রেখেছিল। মাহিকে সম্মান জানাতে। এ বার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ধোনির ভক্তদের জন্য এক চমক নিয়ে এল এমসিএ। ধোনির বিশ্বকাপ জেতানো ছক্কা যে সিটে পড়েছিল, সেখানে বসে এ বারের বিশ্বকাপের ম্যাচ দেখতে চান? এক অভিনব পন্থা নিয়ে হাজির এমসিএ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত বিশ্বকাপ জেতানো শট যে আসনে পড়েছিল, তা ‘২০১১ বিশ্বকাপ মেমোরিয়াল সিট’ নামে পরিচিত। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে একটি বিভাগে লেখা রেয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য হসপিটালিটি প্যাকেট কিনতে চাইলে যোগাযোগ করুন। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের বিশ্বকাপের ভিকট্রি মেমোরিয়াল স্ট্যান্ড (২টি আসন) নিলামে উঠতে চলেছে। ধোনির ওই বিশ্বকাপ জেতানো ছয় যে আসনে পড়েছিল সেখানে বসে বিশ্বকাপ দেখার সুযোগ উপভোগ করতে চাইলে ভারতের ফ্যানেরা এমসিএর এই নিলামে অংশ নিতে পারেন।

চলতি বছরের এপ্রিলে এমসিএর পক্ষ থেকে জানানো হয়েছিল সেখানে ওয়াংখেড়েতে ধোনির ছয় মারা সিটে স্মারক বানানো হবে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল কালে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, সেখানে কোনও স্মারক হচ্ছে না। তবে ধোনির নামে ওই দুই সিট বিশেষ ভাবে নকশা করা হয়েছে। তিনি বলেন, ‘ওই দু’টি সিট বরাবরের জন্য মহেন্দ্র সিং ধোনির নামে হয়ে থাকবে। ওই সিট পরিচিত ‘মহেন্দ্র সিং ধোনি সিট’ নামে। আমরা সেখানে স্মারক তৈরি করিনি। বরং সুন্দর করে তা সাজিয়েছি। ওই দুই সিট সোফা/কম্ফোর্টারের মতো তৈরি করেছি। যেখাবে আমরা হসপিটালিটি সার্ভিস দেব। তার জন্য আগামী ১০ দিনের মধ্যে নিলাম হবে। ইচ্ছুক ব্যক্তিরা এই নিলামে অংশ নিয়ে ওই সিটে বসার অনুভূতি নিতে পারেন।’

 

Next Article
Pakistan vs Sri Lanka: এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে যে রেকর্ডের সামনে পাক ও লঙ্কান ক্রিকেটাররা…
Asia Cup 2023: ঘূর্ণি পিচ থাকলেই বিরাট-রোহিতরা নড়বড়ে, কে বললেন এমন কথা?