MS Dhoni: ধোনির সম্মানে, ওয়াংখেড়ে-তে বিশ্বকাপ জেতানো ছয়ের মেমোরিয়াল
MS Dhoni's winning six memorial: এবারই হয়তো শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির। বিশ্বজয়ী অধিনায়ককে সম্মানিত করতে চায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
মুম্বই: ২০১১ সালের বিশ্বকাপ জয়ের এক যুগের পূর্তির উদযাপন এখনও চলছে। নুয়ান কুলশেখরার বলে গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ফিনিশ করে মহেন্দ্র সিং ধোনির ফিনিশিং টাচ এখনও ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে। সেই স্মৃতিকে আরও একটু তাজা করার উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। ধোনির সম্মানে এবং ১১’র বিশ্বকাপ জয়ের এক যুগ পূর্তিতে সেই বিশ্বকাপ জেতানো ছয়ের স্মারক (Memorial) তৈরি করছে এমসিএ। স্মারকটি থাকবে ঠিক সেই স্থানে যেখানে ধোনির হাঁকানো ছয় গিয়ে ল্যান্ড করেছিল। জাতীয় দল থেকে অবসর নিলেও ধোনি এখনও আইপিএল খেলছেন। অনুমান, এ বছরই শেষ আইপিএল ধোনির (MS Dhoni)। চিরতরে ব্যাট তুলে রাখার আগে এমসিএ-র তরফে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে দারুণ উপহার। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের স্ট্যান্ড, প্যাভিলিয়ন তো আকছারই দেখা যায়। কিন্তু কোনও ক্রিকেটারের ছয়ের স্মারক তৈরি বোধহয় ভারতীয় ক্রিকেটে প্রথম। সেদিক থেকে ধোনি ইতিহাস গড়তে চলেছেন। আগামী ৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওই ম্যাচের দিনই হয়তো স্মারকটির উদ্বোধন করা হবে। তবে পরিকল্পনা তখনই বাস্তবায়িত হবে যদি মহেন্দ্র সিং ধোনির সায় থাকে। এমসিএ’র প্রেসিডেন্ট অমল কালে বলেছেন, “আশা করছি মেমোরিয়ালের উদ্বোধন ধোনি নিজেই করবেন। ৮ এপ্রিল সিএসকে-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেই উদ্বোধন হবে বলে আশা করছি। বিশ্বকাপ জয়ের এই স্মারকের উদ্বোধনের দিন ধোনিকেও সংবর্ধনা দেওয়া হবে এমসিএ-র তরফে।” মুম্বই বোর্ডের সচিব অজিঙ্ক নায়েক বলেছেন, “এমএস ধোনিকে ট্রিবিউট দেওয়ার এর থেকে ভালো উপায় হতে পারে না। তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির পদাঙ্ক অনুসরণ করতে।”
ভারতীয় ক্রিকেটে এমন পদক্ষেপ প্রথম হলেও ক্রিকেট বিশ্বে নতুন নয়। ধোনির আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট এভাবেই সম্মানিত হয়েছেন। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান গ্র্যান্ট। অকল্যান্ডের ইডেন পার্কের যে স্থানে বলটি যেখানে গিয়ে পড়েছিল, সেখানেই মেমোরিয়াল তৈরি করা হয়েছে। একইভাবে ধোনির ছয়ের স্মারক তৈরির উদ্যোগ নিয়েছে এমসিএ।