IND vs SA: রিঙ্কুদের বিমানে ‘মিস্ট্রি গার্ল’! পরিচয় জানলে চমকে যাবেন

দেশের মাটিতে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর, অজিদের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। রবিবার ছিল অজিদের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ। দিন দুয়েকের ব্যবধানে প্রোটিয়া সফরে গেলেন সূর্যকুমার-রিঙ্কুরা। বুধবার রিঙ্কু নিজের ইন্সটাগ্রামে সতীর্থদের সঙ্গে বিমান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল এক মহিলাকেও। ওই ছবি দেখার পর থেকে নেটদুনিয়ায় খোঁজ চলছে কে ওই মহিলা?

IND vs SA: রিঙ্কুদের বিমানে মিস্ট্রি গার্ল! পরিচয় জানলে চমকে যাবেন
IND vs SA: রিঙ্কুদের বিমানে 'মিস্ট্রি গার্ল'! পরিচয় জানলে চমকে যাবেন

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 07, 2023 | 4:13 PM

ডারবান: রিঙ্কু সিং, অর্শদীপ সিং, তিলক ভার্মার মতো ভারতের তরুণ তুর্কিরা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছেন। আর ২দিন পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হবে। তার জন্য নেলসন ম্যান্ডেলার দেশে পৌঁছে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মেন ইন ব্লু। দেশের মাটিতে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর, অজিদের টি-২০ (T20) সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। রবিবার ছিল অজিদের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ। দিন দুয়েকের ব্যবধানে প্রোটিয়া সফরে (India Tour of South Africa) গেলেন সূর্যকুমার-রিঙ্কুরা। বুধবার রিঙ্কু সিং (Rinku Singh) নিজের ইন্সটাগ্রামে সতীর্থদের সঙ্গে বিমান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল এক মহিলাকেও। ওই ছবি দেখার পর থেকে নেটদুনিয়ায় খোঁজ চলছে কে ওই মহিলা? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ওই মিস্ট্রি গার্ল কে?

রিঙ্কু সিংয়ের শেয়ার করা যে ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে তাতে রয়েছেন – রিঙ্কু নিজে এবং কুলদীপ যাদব, তিলক ভার্মা, অর্শদীপ সিং, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং আরও দুই সাপোর্ট স্টাফ। আর তাঁদের সঙ্গে দেখা গিয়েছে এক মহিলাকেও। এরপর থেকেই অনেকেই বলাবলি করছেন ওই মহিলাকে নিয়ে। তিনি কি রিঙ্কুর বান্ধবী? নেটিজ়েনরা এমন প্রশ্নও তুলেছেন। পাশাপাশি অনেকেই বলেছেন তিনি হয়তো এয়ারলাইন্সের কেউ হতে পারেন।

প্রসঙ্গত, রিঙ্কুদের বিমানে আসলে ছিলেন রজল আরোরা। তাঁর ইন্সটাগ্রাম বায়ো বলছে তিনি ভারতীয় টিমের এবং আইপিএলের ডিজিটাল ও মিডিয়া ম্যানেজার। একই তথ্য রয়েছে রজল আরোরার সোশ্যাল মিডিয়া সাইট X এও। গত ৮ বছর ধরে রজল বিসিসিআইয়ে কর্মরত। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স ৬০ হাজারের কাছাকাছি। তিনি পুনের সিম্বায়োসিস ইন্সটিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন থেকে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি স্কুলে পড়ার সময় বাস্কেটবলও খেলতেন। ২০১৫ সাল থেকে তিনি বিসিসিআইয়ের হয়ে কাজ করছেন। বিরাট-রোহিতদের সঙ্গে অতীতে একাধিক সফরের সময় রজল আরোরাকে দেখা গিয়েছে।

ডারবানে পৌঁছে টিম হোটেল থেকে এই ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়েছেন রজল আরোরা।