
কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup 2023) ফাইনালে মাঠে নামতেই রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন। বিশ্বকাপ জিতেও অনবদ্য রেকর্ডের মালকিন হলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং (Meg Lanning)। যে রেকর্ডের সামনে রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রিকেট বিশ্বের অত্যন্ত সফল ক্যাপ্টেনরাও পিছনে পড়ে গিয়েছেন। রবিবার দক্ষিণ আফ্রিকাকে তাঁদেরই ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৯ রানে হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়া (Australia)। ক্যাঙারু বাহিনীর এটা ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ জয়। এখনও পর্যন্ত মোট আটবার টি-২০ বিশ্বকাপ খেলা হয়েছে। দুটি সংস্করণ বাদ দিলেই বাকি ছয়টি অস্ট্রেলিয়ার ঘরে। বিশ্বকাপ খেলে ও জিতে টুর্নামেন্টে সবচেয়ে সফল দলটির অধিনায়ক মেগ ল্যানিং ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন। কী রেকর্ড গড়লেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
রবিবাসরীয় ফাইনাল ম্যাচ ক্যাপ্টেন হিসেবে মেগ ল্যানিংয়ের কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচ ছিল। এভাবেই আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরির অভিনব রেকর্ড গড়ে ফেলেছেন। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতেই ১০০টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিনব রেকর্ড গড়ে ফেলেন ল্যানিং। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এমন রেকর্ড মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি বা মেগ ল্যানিংয়ের নিজের দেশের কিংবদন্তি রিকি পন্টিংয়ের ঝুলিতেও নেই। পুরুষ বা মহিলা ক্রিকেটের মধ্যে এমন নজির ল্যানিং ছাড়া আর কারও নেই। কাকতালীয়ভাবে নেতা হিসেবে ১০০তম টি-২০ মাইলস্টোন ম্যাচটি ছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। মাইলস্টোন ম্যাচ জিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তিনি।
মেগ ল্যানিংয়ের কৃতিত্বের শেষ এখানেই নয়। ক্যাপ্টেন হিসেবে মোট পাঁচটি আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে। ২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে টি-২০ বিশ্বকাপ জেতান ডান হাতি ব্যাটার। এরপর ২০১৬ সাল বাদ দিলে ২০১৮, ২০২০ এবং ২০২৩ টানা তিনবার অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করলেন। এছাড়া ২০২২ সালে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জেতে অজিরা। আইসিসি ট্রফি জয়ের নিরিখে এখন পন্টিং ও ধোনির থেকে এগিয়ে তিনি। পন্টিংয়ের ঝুলিতে রয়েছে চারটি আইসিসি ট্রফি। ২০০৩, ২০০৭ সালের ওডিআই এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোনির ঝুলিতে তিনটি আইসিসি ট্রফি।