মুম্বই : উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) নেতৃত্ব ঠিক হল। প্রত্য়াশিত ভাবেই দলের ‘মেগা-স্টার’ মেগ ল্য়ানিংকেই নেতৃত্ব দেওয়া হল। সদ্য আরও একটা বিশ্বকাপ জিতে এসেছেন মেগ ল্য়ানিং। দুই ফরম্য়াট মিলিয়ে পাঁচবার বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক মেগ ল্যানিং। এর মধ্যে চার বার টি-টোয়েন্টি ফরম্য়াটে। ফলে দিল্লি ফ্র্য়াঞ্চাইজির অধিনায়ক হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন অজি ক্য়াপ্টেন। এ বার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল। ৪ মার্চ অর্থাৎ শনিবার শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। পর দিন, সুপার সানডে-তে অভিযান শুরু করছে দিল্লি ক্য়াপিটালস। বিশ্বকাপ খেলে এ দিনই মুম্বই পৌঁছেছেন মেগ। বিস্তারিত TV9Bangla-য়।
কেরিয়ারে ১৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মেগ ল্য়ানিং। দুটি শতরান এবং ১৫টি অর্ধশতরান রয়েছে কেরিয়ারে। দেশের হয়ে একশো ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মেগ। রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে নামছে দিল্লি। অধিনায়ক মেগ ল্য়ানিংয়ের ডেপুটি করা হয়েছে দলের অন্যতম সেরা ব্য়াটার জেমাইমা রডরিগজকে। দিল্লির দায়িত্ব নিয়ে ল্য়ানিং বলেন, ‘আমার কাছে গর্বের মুহূর্ত। প্রথমত দিল্লি দলে সুযোগ পেয়েছি, দ্বিতীয়ত এই দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাচ্ছি। ভারতে ক্রিকেট প্রতিটি মানুষের জীবন। উইমেন্স প্রিমিয়ার লিগ ভারতীয় ক্রিকেটের জন্য় বিরাট মুহূর্ত।’
⭐ Introducing ???-?-???? – In and As… ?? ??? ??????? ?
A #CapitalsUniverse production ?#YehHaiNayiDilli #WPL #MegLanning pic.twitter.com/M8FgDTgVYB
— Delhi Capitals (@DelhiCapitals) March 2, 2023
পাঁচ দলের টুর্নামেন্টে মেগ ল্য়ানিংই একমাত্র অজি ক্য়াপ্টেন নন। জাতীয় দলের তাঁর সতীর্থ অ্যালিসা হিলি নেতৃত্ব দেবেন ইউপি ওয়ারিয়র্সকে। তেমনই গুজরাট জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি। বাকি দুটি দল অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।