লাহোর : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে প্রবলভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হয়েছিল হার দিয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানকে বড় টার্গেট দেওয়াই ছিল লক্ষ্য। সাকিবের পরিকল্পনা সফল করতে সেরাটা উজাড় করে দিলেন মেহেদি হাসান মিরাজ ও নাজমূল হোসেন শান্ত। রবিবার পাকিস্তানের মাটিতে দু’জনই সেঞ্চুরি হাঁকালেন। ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার আগেই অবশ্য ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করে নেন শান্ত। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৪ রান। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নাজমূল এবং মিরাজের জুটিতে উঠেছে ১৯৪ রান। এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাসে যা সর্বাধিক রানের জুটি। ২০১৮ সালের পর বাংলাদেশের হয়ে প্রথমবার ওপেনিংয়ে নামানো হয় মিরাজকে। তাঁর ব্যাটিং অর্ডারের উন্নতিতে আখেরে লাভ হয়েছে বাংলাদেশেরই। ওডিআই কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন এশিয়া কাপে। ব্যাটিংয়ে সূচনাটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ওপেনার মহম্মদ নাঈম ২৮ রান করে আউট হন। এরপর তাওহিদ হৃদয় মাঠে নেমেই ফেরেন। ফর্মে থাকা ব্যাটার নাজমূল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের স্কোর এগিয়ে নিয়ে যান মিরাজ। তৃতীয় উইকেটে ১১৭ বলে ১০০ রানে পার্টনারশিপ গড়েন তাঁরা। ১০৪ রান করে রান আউট হয়ে ফেরেন শান্ত।
A classic century partnership between Najmul Hossain Shanto & Mehidy Hasan Miraz crafted with patience and precision – 100 runs off 117 balls! 🏏#BCB | #Cricket | #AsiaCup pic.twitter.com/75rgjgB9Lw
— Bangladesh Cricket (@BCBtigers) September 3, 2023
অধিনায়ক সাকিব আল হাসান ৩২ রান করে অপরাজিত থাকে। ১৫ বলে ২৫ রানের ক্যামিও মুশফিকুর রহিমের। জোড়া সেঞ্চুরির দৌলতে বাংলাদেশের খাতায় উঠেছে ৩৩৪ রান। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে ৩৩৫ রান।