AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিডনি টেস্ট নিয়ে সংশয়, স্ট্যান্ডবাই ভেন্যু ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

৭ জানুয়ারি থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া (INDIA VS AUSTRALIA) তৃতীয় টেস্ট। সিডনিতে (SYDNEY) যে হারে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, তাতে স্টিভ ওয়-র শহরে টেস্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে।

সিডনি টেস্ট নিয়ে সংশয়, স্ট্যান্ডবাই ভেন্যু ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার
মেলবোর্নকেই স্ট্যান্ড বাই ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ছবি-টুইটার।
| Updated on: Dec 24, 2020 | 12:32 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: করোনার প্রকোপ এবার সিডনি (SYDNEY) টেস্টেও। অতিমারি করোনা ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়েছে সিডনিতে। নতুন বছরের শুরুতেই সিডনি থেকে সরতে পারে টেস্ট ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া (INDIA VS AUSTRALIA) তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হতে পারে মেলবোর্নে। তেমনই ইঙ্গিত দিয়ে রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্ট্যান্ডবাই ভেন্যু হিসাবে মেলবোর্নকেই (MELBOURNE) বাছল অজি ক্রিকেট প্রশাসন।

৭ জানুয়ারি থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সিডনিতে যে হারে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, তাতে স্টিভ ওয়-র শহরে টেস্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। যদিও এখনই সিডনি থেকে টেস্ট সরানোর সিদ্ধান্ত নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিস্থিতির দিকে নজর রাখছে অজি ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার মেলবোর্নকে স্ট্যান্ড বাই ভেন্যু হিসাবে ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট চলাকালীনই তৃতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

আরও পড়ুন:ইনজুরি টাইমের গোলে রুদ্ধশ্বাস জয় এফ সি গোয়ার

ক্রিকেটারদের সুরক্ষাকে প্রধান্য দেওয়ার কথা জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক হোকলি। সিডনিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট আয়োজন নিয়ে বিকল্প ভাবনাও সেরে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে টেস্ট আয়োজিত না হলে সেক্ষেত্রে মেলবোর্নেই অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। উল্লেখ্য, ১৯৯০ সালের পর জানুয়ারি মাসে মেলবোর্নে কোনও টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট সরলে সেক্ষেত্রে ৩০ বছর পর ফের জানুয়ারি মাসে মেলবোর্নে নামবেন ব্যাগি গ্রীনরা।