ICC Men’s Cricket Schedule: পাঁচ বছরে ১৩৮টি ম্যাচ ভারতের, বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 17, 2022 | 4:30 PM

ভারতের বড় সফর ২০২৪-২৫'র ডিসেম্বর জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। শেষ বার ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত।

ICC Mens Cricket Schedule: পাঁচ বছরে ১৩৮টি ম্যাচ ভারতের, বর্ডার-গাভাসকর ট্রফি পাঁচ ম্যাচের
Image Credit source: ICC

Follow Us

দুবাই : ভারতীয় পুরুষ ক্রিকেট দল পাঁচ বছরের সাইকেলে সব ফরম্যাটে ১৩৮টি ম্যাচ খেলবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) ফিউচার টুর প্রোগ্রামে (FTP) এমনটাই রয়েছে। ২০২৩’র মে থেকে ২০২৭ সালের এপ্রিল, এই সময়ের সূচি প্রকাশ করেছে আইসিসি। ভারতীয় দল ৩৮টি টেস্ট, ৩৯টি ওয়ান ডে এবং টি ২০ ম্যাচ খেলবে ৬১টি। সংখ্যা থেকেই পরিষ্কার, সংক্ষিপ্ত ফরম্যাটেই বাড়তি নজর দেওয়া হচ্ছে। ক্রমশ ব্রাত্য হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তিন ম্যাচের। প্রত্যাশিত ভাবেই পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নেই ভারতের (Team India)। শুধুমাত্র আইসিসি এবং এসিসি-র টুর্নামেন্টেই দেখা হবে এই দু-দেশের। এফটিপিতে উল্লেখযোগ্য হল, অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ড আসবে ভারতে। সেই সিরিজেও থাকছে পাঁচটি টেস্ট।

আইসিসির ১২টি সদস্য দেশ সব মিলিয়ে ৭৭৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর মধ্যে টেস্টের সংখ্যা ১৭৩। ওয়ান ডে এবং টি ২০ যথাক্রমে ২৮১ ও ৩২৩। বর্তমান সাইকেলে ম্যাচ সংখ্যা রয়েছে ৬৯৪। পাঁচ বছরের এই এফটিপিতে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি সংস্করণ। আইসিসি-র ইভেন্ট এবং দ্বিপাক্ষিক, ত্রিদেশীয় সিরিজও। ভারতের এফটিপির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এতদিন বর্ডার-গাভাসকর ট্রফিতে চার ম্যাচের টেস্ট সিরিজ থাকতো। এবার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টি ২০-র ক্ষেত্রে বেশ কিছু পাঁচ ম্যাচের সিরিজ থাকছে। পরবর্তী পাঁচ বছরের সাইকেলে ভারতীয় দল (জুলাই-অগস্ট ২০২৩) ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। তিন ফরম্যাটেই সিরিজ রয়েছে। ২টি টেস্ট, এবং তিন ম্যাচের ওয়ানডে-টি ২০ সিরিজ।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হতে পারে ২০২৪’র জানুয়ারি-মার্চে। পুরনো সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে ভারতে আসছে অস্ট্রেলিয়া। সেখানে চার ম্যাচের টেস্ট সিরিজই (বর্ডার-গাভাসকর ট্রফি) থাকছে। ভারতের বড় সফর ২০২৪-২৫’র ডিসেম্বর জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। শেষ বার ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। পরবর্তী সাইকলে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকছে ভারতের। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ২৭টি ম্যাচ পাচ্ছে ভারত।

Next Article