IPL 2023 : ওয়াংখেড়েতে রোহিত-হার্দিক দ্বৈরথ, রয়েছে একাধিক মাইলস্টোন তৈরি হওয়ার সুযোগ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 12, 2023 | 8:00 AM

MI vs GT, IPL 2023 : চলতি আইপিএলে আজ মুম্বইয়ের হোম ম্যাচ রয়েছে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার দল। মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : ওয়াংখেড়েতে রোহিত-হার্দিক দ্বৈরথ, রয়েছে একাধিক মাইলস্টোন তৈরি হওয়ার সুযোগ
ওয়াংখেড়েতে রোহিত-হার্দিক দ্বৈরথ, রয়েছে একাধিক মাইলস্টোন তৈরি হওয়ার সুযোগ

Follow Us

মুম্বই : ওয়াংখেড়েতে আজ আইপিএলে মুম্বই বনাম গুজরাট (MI vs GT) ম্যাচ। চলতি আইপিএলে (IPL 2023) আরসিবি ও সিএসকের কাছে পরপর দু’টো ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এরপর জয়ের হ্যাটট্রিকের পর (দিল্লি, কেকেআর ও হায়দরাবাদের বিরুদ্ধে জয়) ফের পঞ্জাব ও গুজরাটের কাছে জোড়া ম্যাচে হেরেছিল রোহিতের MI পল্টন। তারপর ফের রাজস্থান ও পঞ্জাবের বিরুদ্ধে ২টো ম্যাচে জয়। এরপর চেন্নাইয়ের কাছে হার এবং সবশেষে আরসিবিকে হারিয়ে এ বার টেবল টপার হার্দিক পান্ডিয়ার গুজরাটের বিরুদ্ধে নামবে মুম্বই। চলতি আইপিএলের ফাস্ট বয় গুজরাট ১১টি ম্যাচে খেলে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে মুম্বই ১১ ম্যাচে খেলে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। একদিকে গুজরাট প্লে অফে প্রবেশের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে মুম্বইও দৌড়ে রয়েছে। আজ এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) রোহিত শর্মা – আইপিএলে ৫৫০টি চারের রেকর্ড থেকে ১০টি চার দূরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

২) সূর্যকুমার যাদব – মুম্বইয়ের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হিসেবে অম্বাতি রায়ডুকে ছাপিয়ে যাওয়ার জন্য সূর্যকুমার যাদবের প্রয়োজন আর ৫ রান। একইসঙ্গে আর ৫ রান করলেই স্কাই মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে যাবেন।

৩) জেসন বেহরেনডর্ফ – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে মুম্বইয়ের জেসন বেহরেনডর্ফকে নিতে হবে আর একটি উইকেট।

৪) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য হার্দিককে নিতে হবে আর ২টি উইকেট।

৫) শুভমন গিল – টি-২০ ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করতে হলে শুভমন গিলকে আর ৪টি ছয় মারতে হবে।

৬) রশিদ খান – টি-২০ ক্রিকেটে ৫৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য গুজরাট টাইটান্সের রশিদ খানের প্রয়োজন আর ৩টি উইকেট।

৭) আলজারি জোসেফ – টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য আলজারি জোসেফকে নিতে হবে আর ১টি উইকেট।

৮) বিজয় শঙ্কর – টি-২০ ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করতে হলে বিজয় শঙ্করকে করতে হবে আর ৬২ রান। পাশাপাশি আইপিএলে তাঁর ১ হাজার পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন ৬৪ রান।

Next Article