মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৫৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে শুরুতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল শ্রেয়সের দল। রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই থেমে যায় রোহিতের দল। ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই। ৫২ রানে ম্যাচ জিতে নেয় নাইটবাহিনী। এই জয়ের পর খাতায় কলমে দেখতে হলে এখনও প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে কিং খানের দল। আজ মুম্বইয়ের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করে জয়ের মুখ দেখল শ্রেয়সের দল। জসপ্রীত বুমরার ৫ উইকেট কাজে এল না। ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন ভেঙ্কিরা।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইকে ১৬৬ রানের টার্গেট দিয়েছিল শ্রেয়সের দল। ১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে থেমে যায় রোহিতের পল্টন। ৫২ রানে জয়ী কেকেআর।
কাজে এল না জসপ্রীত বুমরার ফাইফার। আইপিএল কেরিয়ারে প্রথম ৫ উইকেট নিলেন বুমরা। কিন্তু দলকে জেতাতে পারলেন না।
১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে অল আউট রোহিতের মুম্বই।
ঈশান কিষাণের পর ড্যানিয়েল স্যামস ও মুরুগান অশ্বিনের উইকেট ১৫তম ওভারে তুলে নিলেন প্যাট কামিন্স।
হাফসেঞ্চুরির পর উইকেট খোয়ালেন ঈশান। ৫১ রান করে মাঠ ছাড়লেন ঈশান। মুম্বইয়ের পঞ্চম উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স।
কেকেআরের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মুম্বইয়ের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ।
টার্গেট ১৬৬। রান তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে কলকাতা। মুম্বইকে ১৬৬ রানের টার্গেট দিল কেকেআর
এক ওভারে তিন উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্সের পর সুনীল নারিনের উইকেট তুলে নিলেন বুমরা। আট উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর।
মুম্বইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন নীতিশ রানা। ৪৩ রানের মাথায় বুমরাকে উইকেট দিয়ে বসলেন রানা।
মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বুমরা তুলে নিলেন রাসেলের উইকেট।
মুরুগান অশ্বিন তুলে নিলেন শ্রেয়স আইয়ারের উইকেট। ৬ রান করে মাঠ ছাড়লেন নাইট নেতা।
ভেঙ্কটেশ আইয়ারের পর অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিলেন কার্তিকেয়। ২৫ রান করে মাঠ ছাড়লেন রাহানে।
৪৩ রানে আউট হলেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। মুম্বইকে প্রথম উইকেট এনে দিলেন কার্তিকেয়।
নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
Our tonight's Playing XI! ?@winzoofficial #AmiKKR #MIvKKR #IPL2022 pic.twitter.com/ma6znzHriN
— KolkataKnightRiders (@KKRiders) May 9, 2022
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, রমনদীপ, কায়রন পোলার্ড, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, রাইলি মেরিডিথ।
आजची ??????? ?? ??
One change for us from the last match.
➡️ Ramandeep
⬅️ Surya#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvKKR @Dream11 pic.twitter.com/orDzCX7Q51— Mumbai Indians (@mipaltan) May 9, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা
আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুম্বইয়ের মুখে নামবে কেকেআর।
Next Up ➡️ DY Patil Sports Stadium ? #AmiKKR #MIvKKR #IPL2022 pic.twitter.com/Qc7dhOfqvG
— KolkataKnightRiders (@KKRiders) May 9, 2022
এখনও অবধি ১১ ম্যাচে খেলে ৪ জয় ও ৭ হার নাইটদের। লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে কিং খানের দল। এবং পয়েন্ট টেবলের সব থেকে নীচে, ১০ নম্বরে রয়েছে সূর্যকুমার যাদবরা। এবং এখনও পর্যন্ত খেলা ১০টি ম্যাচের ২টিতে জয় ও ৮টিতে হারের মুখ দেখেছে মুম্বই।
হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে মুম্বই-কলকাতা। পরিসংখ্যানগত দিক দিয়ে এগিয়ে রয়েছে মুম্বই। কারণ অতীতে কলকাতার বিরুদ্ধে ২২ বার জিতেছে মুম্বই। আর নাইটরা জিতেছে মাত্র ৮টি ম্যাচে।