মুম্বই: আজ, শনিবার চলতি আইপিএলের (IPL 2022) ২৬তম ও মেগা শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। টসে জিতে শুরুতে লোকেশের লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউ অধিনায়ক কেএল রাহুল ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল সুপার জায়ান্টসরা। মুম্বইয়ের প্রথম জয়ের স্বাদ পেতে হলে তুলতে হত ২০০ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে থেমে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ রানে জয়ী লখনউ। এবং টানা ছয় ম্যাচে হারের মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ ১৮ রানে জিতল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল লখনউ। ২০০ রানের টার্গেট ছিল মুম্বইয়ের।
টসে জিতে শুরুতে লোকেশের লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউ অধিনায়ক কেএল রাহুল ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান। যার মধ্যে ছিল ৯টি চার ও ৫টি ছয়।
মুম্বই ইন্ডিয়ান্সের কপালে জুটল ফের হার। হাফডজন ম্যাচে হারের মুখ দেখল রোহিতের দল। ১৮ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস।
শেষ ওভারে রান আউট হয়ে মাঠ ছাড়লেন জয়দেব উনাদকট।
ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট তুলে নিলেন আবেশ খান। ছয় নম্বর উইকেট হারাল মুম্বই।
রবি বিষ্ণোই ফেরালেন সূর্যকুমার যাদবকে। ৩৭ রান করে মাঠ ছাড়লেন স্কাই।
এন তিলক ভার্মার উইকেট তুলে নিলেন জেসন হোল্ডার। ২৬ রান করে মাঠ ছাড়লেন তিলক।
ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন মার্কাস স্টোইনিস। তৃতীয় উইকেট হারাল মুম্বই। ১৩ রান করে মাঠ ছাড়লেন ঈশান
ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট তুলে নিলেন আবেশ খান। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ৩১ রান করে মাঠ ছাড়লেন বেবি এবি।
আবেশ খান তুলে নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।
টার্গেট ২০০। রান তাড়া করতে নামল মুম্বই। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
শেষ ওভারের চতুর্থ বলে দীপক হুডার উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকট। ১৫ রান করে মাঠ ছাড়লেন দীপক
৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
মার্কাস স্টোইনিসের উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকট। তৃতীয় উইকেট হারাল লখনউ। ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন স্টোইনিস।
মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন মুরুগান অশ্বিন। দ্বিতীয় উইকেট হারাল লখনউ। ২৯ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরলেন মনীশ।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
Kaptaan sahaab, @rahulkl came to play! ?
What a solid knock!#AbApniBaariHai?#IPL2022 #MIvsLSG pic.twitter.com/7KixVLaimZ— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2022
২৪ রান করে মাঠ ছাড়লেন কুইন্টন ডি’কক। প্রথম উইকেট হারাল লখনউ।
ওপেনিংয়ে নামলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক।
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), দুশমন্ত চামিরা, জেসন হোল্ডার, দীপক হুডা, আয়ুষ বাদোনি ও আবেশ খান ও রবি বিষ্ণোই।
Yeh team nahi, janaab, josheelon ka jhund hai! #AbApniBaariHai?#IPL2022 ? #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/WPar5CrXNY
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2022
মুম্বইয়ের প্রথম একাদশে এক পরিবর্তন। বাসিল থাম্পির জায়গায় আজ খেলবেন ফ্যাবিয়ান অ্যালেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, জয়দেব উনাদকট, ফ্যাবিয়ান অ্যালেন, টাইমাল মিলস।
कशी वाटत आहे आपली ??????? ??, पलटन? ?
One change for us today.
➡️ Allen
⬅️ Thampi#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvLSG @Dream11 pic.twitter.com/IsJwHgQrUx— Mumbai Indians (@mipaltan) April 16, 2022
লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা
মুম্বইয়ের জার্সিতে আজ অভিষেক হল ফ্যাবিয়ান অ্যালেনের।
Congratulations to @FabianAllen338 as he makes his @mipaltan debut. ? ?
He gets his cap from @KieronPollard55 ? ? #TATAIPL | #MIvLSG pic.twitter.com/10wa79X7gE
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
আর মাত্র ৩০ মিনিট পর শুরু হবে মুম্বই বনাম লখনউ দ্বৈরথ। তার আগে টিম টকে ব্যস্ত দুই দল।
Huddle Talk ✅#TATAIPL | #MIvLSG pic.twitter.com/hX2zeTT515
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
রোহিত শর্মার মুম্বই পল্টন লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে নামার জন্য রওনা দিলেন ব্র্যাবোর্নে।
Brabourne, here we come! ?
Paltan, ready for #MIvLSG? ?#OneFamily #DilKholKe #MumbaiIndians MI TV pic.twitter.com/WtWljGijMq
— Mumbai Indians (@mipaltan) April 16, 2022
আজ শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই-লখনউ।
??'? ? ??????-?????? ????????!? ?
The @ImRo45-led @mipaltan will square off against @klrahul11's @LucknowIPL in Match 2⃣6⃣ of the #TATAIPL 2022 at the Brabourne Stadium – CCI. ? ? #MIvLSG
Which team are you rooting for❓ pic.twitter.com/2zfvfV2ySC
— IndianPremierLeague (@IPL) April 16, 2022