
পুনে: আজ, বুধবার আইপিএল-১৫-র ১৯তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে শুরুতে মায়াঙ্কের পঞ্জাব কিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিল পঞ্জাব। এ বারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখতে হলে মুম্বইকে আজ তুলতে হত ১৯৯ রান। একটা সময় মনে হয়েছিল আইপিএল-১৫-র প্রথম জয়টা পেতে চলেছে মুম্বই। বিধ্বংসী ছন্দে ছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। কিন্তু জয়টা শেষ পর্যন্ত পেল না ৫ বারের আইপিএলজয়ীরা। আইপিএলের চলতি মরসুমে টানা পঞ্চম ম্যাচে হারল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল পঞ্জাব কিংস।
আইপিএলের চলতি মরসুমে টানা পঞ্চম ম্যাচে হারল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আজ পুনেতে ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস।
আজ পুনের মাঠে রোহিত শর্মার দলের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন শিখর ধাওয়ান। ৫০ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান গব্বর।
আইপিএলের চলতি মরসুমে টানা পঞ্চম ম্যাচে হারল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল পঞ্জাব কিংস।
শেষ ওভারে জয়দেব উনাদকটের পর জশপ্রীত বুমরার উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ।
শেষ ওভারে জয়দেব উনাদকটের উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ। ৭ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন জয়দেব।
শেষ ৬ বলে চাই ২২ রান।
৪৩ রান করে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব। কাগিসো রাবাডা তুলে নিলেন স্কাইয়ের উইকেট।
১৬.১ ওভারে রান আউট হলেন কায়রন পোলার্ড। পঞ্চম উইকেট হারাল মুম্বই। ১০ রান করে মাঠ ছাড়লেন পোলার্ড।
রান আউট হয়ে মাঠ ছাড়লেন তিলক ভার্মা। চতুর্থ ধাক্কা খেল মুম্বই। ২০ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরতে হল তিলককে।
ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ। ৪৯ রান করে সাজঘরে ফিরে গেলেন ব্রেভিস।
বৈভর আরোরা তুলে নিলেন ঈশান কিষাণের উইকেট। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই।
কাগিসো রাবাডা তুলে নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ১৭ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন হিটম্যান।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে পঞ্জাব। এ বারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখতে হলে মুম্বইকে আজ তুলতে হবে ১৯৯ রান।
শেষ ওভারে শাহরুখের উইকেট হারাল পঞ্জাব। ৬ বলে ১৫ রান করে ফিরলেন শাহরুখ।
৭০ রান করে সাজঘরে ফিরলেন পঞ্জাব ওপেনার শিখর ধাওয়ান। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব। বাসিল থাম্পি মুম্বইকে এনে দিলেন চতুর্থ উইকেট।
তৃতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন লিভিংস্টোন।
????
????
??????!!!Gets the big one ??? pic.twitter.com/NYiXE1AdFL
— Mumbai Indians (@mipaltan) April 13, 2022
জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকট। দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব। ১২ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শিখর ধাওয়ান। ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ হল গব্বরের।
পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন মুরুগান অশ্বিন। প্রথম উইকেট হারাল পঞ্জাব। ৫২ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।
৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল।
পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান।
আজ ঈশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০তম আইপিএল ম্যাচে খেলতে চলেছেন।
Ishan's 5⃣0⃣th appearance in ???? & ???? ?
Paltan, aaj ek ?????? ?????? special mangta hai na? ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvPBKS @ishankishan51 pic.twitter.com/AztNGUcKWg
— Mumbai Indians (@mipaltan) April 13, 2022
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, জয়দেব উনাদকট, বাসিল থাম্পি, টাইমাল মিলস।
आपली ??????? ?? is out, Paltan! ?
One change for us from the last game ?
➡️ Mills
⬅️ Ramandeep#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvPBKS @Dream11 pic.twitter.com/PfYU02HF5U— Mumbai Indians (@mipaltan) April 13, 2022
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডেন স্মিথ, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, বৈভব আরোরা।
We are unchanged for tonight's #MIvPBKS! ??#SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/jKn6u46lGP
— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2022
টসে জিতে পঞ্জাবের বিরুদ্ধে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
আজ রোহিতের মুম্বইয়ের মুখে নামবে মায়াঙ্কের পঞ্জাব। মিশন মুম্বইয়ের জন্য তৈরি প্রীতির পঞ্জাব।
??-ssion Mumbai! ??#SaddaPunjab #IPL2022 #PunjabKings #MIvPBKS pic.twitter.com/O9enMJGFYN
— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2022
আর মাত্র ১ ঘণ্টা পর পুনেতে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব।
Match 23 of #TATAIPL will see the @mipaltan take on @PunjabKingsIPL in Pune.
Who are you rooting for?#MIvPBKS pic.twitter.com/0xhlyFLqi1
— IndianPremierLeague (@IPL) April 13, 2022