মুম্বই: আজ, শনিবার আইপিএল (IPL 2022) অষ্টম দিন। শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নেমেছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেলের ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিল রাজস্থান। যার মধ্য়ে পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার একাই করেন ১০০ রান। ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। এবং ৩৫ রান করেন শিমরন। শেষের দিকে হুড়মুড়িয়ে উইকেট না পড়লে ২০০-র গণ্ডি পেরিয়ে যেত পিঙ্ক আর্মি। আজকের ম্যাচ জিতে এ বারের আইপিএলে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ায়ের প্রয়োজন ছিল ১৯৪ রান।
১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়লেন তিলক (৬১), ঈশানরা (৫৪)। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৩ রানে রাজস্থানের কাছে হারতে হল মুম্বইকে। এ বারের এই নিয়ে আইপিএলে পর পর দুটো ম্যাচে হেরে গেলেন রোহিতরা।
প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিল রাজস্থান। যার মধ্য়ে পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার একাই করেন ১০০ রান। ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। এবং ৩৫ রান করেন শিমরন। শেষের দিকে হুড়মুড়িয়ে উইকেট না পড়লে ২০০-র গণ্ডি পেরিয়ে যেত পিঙ্ক আর্মি। কিন্তু রোহিতদের যে টার্গেট দিয়েছিল রাজস্থান, তা পূরণ করতে পারেননি রোহিতরা।
হিটম্যানের মুম্বইয়ের বিরুদ্ধে ৬৬ বলে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ রানে ম্যাচ জিতল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
ম্যাচ জিততে মুম্বইয়কে শেষ ৬টি বলে তুলতে হবে ২৮ রান।
রান আউট হলেন মুরুগান অশ্বিন। সাত নম্বর উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে এখনও পোলার্ডদের তুলতে হবে ৫০ রান।
১৬তম ওভারে রাজস্থানের দুই ক্রিকেটাররে সাজঘরে পাঠালেন যুজবেন্দ্র চাহাল।
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে মুম্বইয়ের এখনও প্রয়োজন ৫৮ রান।
১৪.২ ওভারে অশ্বিন তুলে নিলেন তিলকের উইকেট। ৬১ রান করে মাঠ ছাড়লেন তিলক।
২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ন করলেন মুম্বইয়ের এন তিলক ভর্মা।
হাফসেঞ্চুরির পর ঈশান কিষাণ উইকেট দিয়ে বসলেন ট্রেন্ট বোল্টকে। ৫৪ রান করে মাঠ ছাড়লেন ঈশান।
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ঈশান কিষাণ।
প্রথম ১০ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে এই ১০ ওভারে রোহিতের মুম্বই তুলেছে ৯৪ রান।
৯.৩ ওভারে এন তিলক ভর্মা ও ঈশান কিষাণের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে মুম্বই।
প্রথম ৫ ওভারের মধ্যে অধিনায়ক রোহিত ও আনমোলপ্রীতের উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। স্কোরবোর্ডে উঠেছে ৪৫ রান।
আনমোলপ্রীত সিংয়ের উইকেট তুলে নিলেন নভদীপ সাইনি। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ৫ রান করে সাজঘরে ফিরেছেন আনমোলপ্রীত।
রোহিত শর্মার উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন মুম্বই অধিনায়ক।
টার্গেট ১৯৪। রান তাড়া করতে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি।
জস বাটলারের দুরন্ত শতরানে ভর করে ১৯৩ রানে গিয়ে থামল পিঙ্ক আর্মি। ম্য়াচ জিততে মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ১৯৪ রান।
নভদীপ সাইনির পর রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।
শেষ ওভারে নভদীপ সাইনির উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।
বাটলারের উইকেট নেওয়ার পরই রবিচন্দ্রন অশ্বিনের উইকেটও তুলে নিলেন বুমরা। এক ওভারে তিন উইকেট বুমরার খাতায়।
সেঞ্চুরির পরই জস বাটলারের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা।
শিমরন হেটমায়ারের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। ৩৫ রান করে মাঠ ছাড়লেন হেটমায়ার।
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জস বাটলার।
CENTURY ? for @josbuttler ??
His second in #TATAIPL and also the second one for @rajasthanroyals ?? #MIvRR pic.twitter.com/t7GEPK0h6f
— IndianPremierLeague (@IPL) April 2, 2022
১৭ ওভারে তিন উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ১৭০ রান।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের পর রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৩৮।
সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ৩০ রান করে সাজঘরে ফিরলেন সঞ্জু। তৃতীয় উইকেট হারাল পিঙ্ক আর্মি।
বাটলার-সঞ্জু জুটিতে এগোচ্ছে রাজস্থান রয়্যালস। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে পিঙ্ক আর্মি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারের মধ্যে ২টি উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে সঞ্জু স্যামসনের দল।
পাওয়ার প্লে-র শেষ ওভারের শেষ বলে দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।
চতুর্থ ওভারে চার আর ছয়ের বন্যা বইয়ে দিলেন জস বাটলার। চতুর্থ ওভার থেকে এসেছে মোট ২৬ রান। যার মধ্যে রয়েছে ৩টি চার ও ২টি ছয়।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ওপেনার যশস্বীর উইকেট হারিয়ে রাজস্থান ৩ ওভারে তুলেছে ১৭ রান
যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন রাজস্থান ওপেনার।
রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও জস বাটলার।
? ??? ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvRR @ImRo45 @IamSanjuSamson pic.twitter.com/uKhbs0OMKe
— Mumbai Indians (@mipaltan) April 2, 2022
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, আনমোলপ্রীত সিং, ড্যানিয়েল স্যামস, কায়রন পোলার্ড, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, টাইমাল মিলস, বাসিল থাম্পি।
Paltan, here's our एक नंबर XI for the Royal clash against RR. ?⚔️
We are going with the same team! ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvRR @Dream11 pic.twitter.com/3gS8iu6JTP
— Mumbai Indians (@mipaltan) April 2, 2022
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশস্বী জসওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।
.@navdeepsaini96 debuts in Pink! ?
Can we get a #HallaBol? #MIvRR | #TATAIPL2022 | @Dream11 pic.twitter.com/K3kSLHfWd1
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
টসে জিতলেন রোহিত শর্মা। টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন হিটম্যান।
ম্যাচের আগে মাস্টার ব্লাস্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।
Can @mipaltan get their first win of the season today?
Will Rohit and co. turn it around? ?#TATAIPL | #MIvRR pic.twitter.com/PRkFbz22cE
— IndianPremierLeague (@IPL) April 2, 2022
মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সঞ্জুরা।
? ➡️ ? Your favourite Royals are off for their first game under the afternoon sun. ☀️#RoyalsFamily | #HallaBol | #MIvRR pic.twitter.com/xf4e1hTadC
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
ছোট্ট সামাইরা বাবা রোহিতের দল মুম্বইকে চিয়ার করার জন্য তৈরি। দেখুন ভিডিও—
No shortage of ???????? ???????? ahead of #MIvRR ??#OneFamily #DilKholKe #MumbaiIndians @ImRo45 @tmills15 MI TV pic.twitter.com/YdmqxjIFXi
— Mumbai Indians (@mipaltan) April 2, 2022
আর ঠিক এক ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে মুম্বই বনাম রাজস্থানের আইপিএল ম্যাচ।
It's a double header day at the #TATAIPL. #MumbaiIndians will take on #RR in Match 9 at DY Patil Stadium. Who do you think will take this home?#MIvRR pic.twitter.com/idRaDL82ur
— IndianPremierLeague (@IPL) April 2, 2022
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও অবধি ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১৪ বার। এবং রাজস্থান জিতেছে ১২ বার। একটি ম্যাচে অমীমাংসিত।