কলকাতা: ১৪৬ বছরের ক্রিকেটের ইতিহাসে যা কখনও হয়নি, তাই এ বার ঘটতে দেখা গেল। বিশ্বকাপের মঞ্চে টাইমড আউট হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথেউস। ক্রিকেটে সাধারণত ৩ মিনিট সময় থাকে, আউট হওয়ার ব্যাটারের বদলে মাঠে পা দিয়ে নতুন ব্যাটারের খেলতে শুরু করা পর্যন্ত। কিন্তু বিশ্বকাপে সেই সময় রাখা হয়ে ২ মিনিটের। তাতেই দেখা দেয় বিপত্তি। নতুন ব্যাটার হিসেবে মাঠে পা রেখে দু’মিনিটের বেশি সময় নিয়েছিলেন ম্যাথেউস। হেলমেটের সমস্যা থাকায় নতুন হেলমেট আনতে বলেছিলেন। প্রশ্ন হল, মানবিক দিক থেকে কতটা যুক্তিগ্রাহ্য এই টাইমড আউট। সাকিব আল হাসানের আরও ধৈর্য দেখানো উচিত ছিল না? চতুর্থ আম্পায়ার কি কমনসেন্স ব্যবহার করতে পারতেন? খেলায় বিতর্ক দেখা দেয় যখন, তখন উঠে আসে নানা প্রশ্ন। ম্যাথেউসের টাইমড আউট ঘিরে ক্রিকেটের বিশেষজ্ঞরা কী বলছেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।
মাইকেল হাসির মতো প্রাক্তন ক্রিকেটার ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ‘যদি আমি সাকিব হতাম, বাংলাদেশের ক্যাপ্টেন হতাম, তা হলে যে আবেদন করেছি, তা কি প্রত্যাহার করে নিতাম? মনে হয় না আমি ওই আবেদনে দাঁড়িয়ে থাকতাম। এই একটা ঘটনার জন্য় আমি চিরকাল মনে থেকে যেতে চাইতাম না। সাকিব কিন্তু ওর বাকি কেরিয়ারে এই ঘটনার জন্য মনে থেকে যাবে। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই বাঁচতে হবে ওকে।’ সাকিবকে টাইমড আউটের জন্য ওই আবেদন করলেন কেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ক্যারি ও’কিফের মতো প্রাক্তনও হাসির সুরে বলেছেন, ‘ও ব্যাটটা মাটিতে রেখে হেলমেট পরছিল। তার মানে ও কোনও ভাবেই তৈরি ছিল না। কিন্তু এই ঘটনার জন্য একা কাউকে দোষ দেওয়া যাবে না। সাকিব, ম্যাথেউস, আম্পায়ার, সবার দোষ রয়েছে। এই তিনের যোগেই এমন একটা ঘটনা ঘটল ক্রিকেটে।’
ব্রেট লি আবার পুরোপুরি আম্পায়ারকেই দায়ী করেছেন। প্রাক্তন অজি পেসারের কথায়, ‘সাকিব কিন্তু অ্যাঞ্জেলোকে জিজ্ঞেস করেছিল, তোমার দেরি হচ্ছে কেন? অ্যাঞ্জেলো মুখ তুলে কথা বলেনি। হেলমেটের স্ট্র্যাপ যদি ভেঙে গেলে ওর দোষ কোথায়! তখনই আম্পায়ারের উচিত ছিল বলা, এটা একটা সমস্যা। নিয়ম জানি, কিন্তু এই পরিস্থিতিতে অ্যাঞ্জেলোর কিছু করার নেই। ওর নতুন হেলমেটটা আসুক, খেলা এগোবে। আমার তো মনে হয় পুরো ঘটনাটা আম্পায়ারের দোষেই হয়েছে।’