ক্রিকেটকে বাউন্সারহীন করার প্রস্তাব হাস্যকর, বলছেন ভন

Jan 28, 2021 | 1:02 PM

অনূর্ধ্ব পর্যন্ত যাবতীয় ক্রিকেটকে বাউন্সারহীন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ক্রিকেটকে বাউন্সারহীন করার প্রস্তাব হাস্যকর, বলছেন ভন
সৌজন্যে-টুইটার

Follow Us

লন্ডন: কনকাশন জুনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই অনূর্ধ্ব ১৮ (under-18) পর্যন্ত যাবতীয় ক্রিকেটকে বাউন্সারহীন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু মাইকেল ভনের (Michael Vaughan) মতো প্রাক্তন এই প্রস্তাবকে হাস্যকর বলে মনে হচ্ছে।

 

আরও পড়ুন: ৪৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জয় শেফিল্ডের

লন্ডনের এক কাগজে নিজের কলামে ভন লিখেছেন, ‘এই পরামর্শটা একেবারে হাস্যকর। আমাদের দুনিয়ায় আমরা এর থেকেও অনেক বেশি ঝুঁকি নিয়ে বেঁচে থাকি। আমার তো মনে হয়, যে জুনিয়র পর্যায় থেকে সিনিয়র ক্রিকেটে পা দিচ্ছে, তার কাছে প্রথমবার বাউন্সারের মুখোমুখি হওয়া আরও বেশি ভয়ঙ্কর হতে পারে।’

একই সঙ্গে ভনের যুক্তি প্রকৃত বাউন্সার দেওয়ার মতো ক্ষমতা জুনিয়র ক্রিকেটারদের থাকে না। ভনের কথায়, ‘জুনিয়র পর্যায়ে যে সব ক্রিকেটার খেলে, আমি সে সব অনেক দেখেছি। আমার ছেলেও তো খেলে। কিছু শর্টপিচ বল ওই লেভেলে বোলাররা করে ঠিকই, কিন্তু ওদের শারীরিক ক্ষমতা এতটাই কম যে তার গতি খুবই কম হয়। ওদের পর্যায়ে নেটে বাউন্সার বন্ধ করা যেতেই পারে, তা হলে কিন্তু বাউন্সার কী ভাবে খেলতে হয়, তা শেখানো যাবে না। বাউন্সার যদি আমরা জুনিয়র পর্যায়ে বন্ধ করি, তা হলে তা সিনিয়র পর্যায়েও করতে হবে।’

আরও পড়ুন: সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরেই মেসি ম্যাজিক

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল সারা বিশ্বকে। ২৫ বছরের ক্রিকেটারের ঘাড়ে লাগে শন অ্যাবটের বল। ভন কিন্তু পরিষ্কার বলছেন, ‘এখন কিন্তু বাউন্সার খেলার জন্য ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো সরঞ্জাম ব্যবহার করে। ফিল হিউজের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার পরও বলব, বাউন্সারের আঘাতে দুর্ঘটনার সংখ্যা কিন্তু খুবই কম। আমার তো মনে হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা ভীষণ ঝুঁকি নিয়ে বল করে। যে কোনও দিন ব্যাটসম্যানের মারা শটে বড়সড় চোট লাগতে পারে বোলারদের।’

Next Article