
করাচি: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলতে কি পাকিস্তান (Pakistan) আসবে? এতদিনে এই প্রশ্ন জোরাল হয়েছে। কিন্তু উত্তর এখনও নেই। পাকিস্তানকে রেখেই ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি (ICC)। তারপর পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানান, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেন না বাবর আজমরা। আর যদি পাকিস্তান ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসে তা হলে ভারতীয় বোর্ডকে মানতে হবে তাদের এক শর্ত। এমন দাবিও সামেন রাখেন মাজারি। কিন্তু প্রাক্তন পাক অধিনায়ক মনে করছেন ওডিআই বিশ্বকাপে খেলতে পাকিস্তান ভারতে না গেলে খুব বড় ভুল করবে। কে বলছেন এ কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক বলেন, তাঁর মনে হয় বাবর আজমদের বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাওয়া উচিত। গত ১০ বছর ধরে ভারত আর পাকিস্তানের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টেই যুযুধান ২ দল ভারত ও পাকিস্তানের সাক্ষাৎ হয়। তাই এই বিনোদনের সুযোগ থেকে দুই দেশের ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা উচিত নয় বলে মনে করেন মিসবা।
পিসিবি এখনও অবধি জানায়নি পাকিস্তান ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা। তারই মাঝে পাক ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছিলেন, যে ভাবে এশিয়া কাপ নিরপেক্ষ ভেনুতে হচ্ছে সে ভাবে ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানের নিরপেক্ষ ভেনুতে খেলা উচিত। বিসিসিআই থেকে এই নিয়ে কোনও রকম মন্তব্য করা হয়নি। ভারতের ১০টি শহরে ১০ দলের ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা। নিরপেক্ষ কোনও ভেনুর কথা কোনও ভাবেই জানায়নি রজার বিনির বোর্ড।
প্রাক্তন পাক অধিনায়ক মিসবা উল হক মনে করেন, রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র স্থাপন করার কোনও মানে হয় না। মিসবা বলেন, ‘দুই দেশের মধ্যে যখন অন্যান্য খেলাগুলো ঠিক মতো হচ্ছে, তখন ক্রিকেটে সেটা কেন হবে না। ক্রিকেটের ক্ষেত্রে কেন রাজনৈতিক সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে? এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা থেকে ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা ঠিক হবে না। পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট দলের ফ্যানেদের প্রতি অবিচার হবে।’
মিসবা নিজে অতীতে বহু বার ভারতে খেলেছেন। সেই কথা উল্লেখ করে বলেন, ‘অনেক বার আমি ভারতে খেলেছি। আমার মনে হয় বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানের ভারতে যাওয়া উচিত। ওখানে দর্শকদের ভিড়, স্নায়ুর চাপ হলেও ওগুলোই আমরা উপভোগ করেছি। তবে ভারতের পরিবেশ উপভোগও করেছিল। ভারতীয় পরিবেশে আমাদের দল ভালো পারফর্ম করার মতো ক্ষমতা রাখে।’ উল্লেখ্য, হায়দরাবাদে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।