IPL 2023 : মাড়িয়ে চলে যাচ্ছে লোক, আইপিএল ফাইনালের টিকিটের জন্য মোদী স্টেডিয়ামে ধুন্ধুমার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 26, 2023 | 12:16 PM

Narendra Modi Stadium : পরপর দুটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ও ফাইনাল। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ।

IPL 2023 : মাড়িয়ে চলে যাচ্ছে লোক, আইপিএল ফাইনালের টিকিটের জন্য মোদী স্টেডিয়ামে ধুন্ধুমার
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ১৬তম আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হবে কোন দল? অপেক্ষার আর মাত্র দু’দিন। তার আগে দ্বিতীয় ফাইনালিস্ট দল চূড়ান্ত হয়ে যাবে আজ। চেন্নাই সুপার কিংস আগেই ফাইনালে চলে গিয়েছে। প্রতিপক্ষের অপেক্ষায় তারা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মেগা ফাইনাল ও গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (GT vs MI) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। স্টেডিয়ামে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে চায় সবাই। শুক্রবার সকাল থেকে মোদী স্টেডিয়ামের বাইরে টিকিট কাটার ভিড়। শুধু ভিড় নয়, রীতিমতো ধুন্ধুমার অবস্থা। ভিড়ের চাপে কেউ পড়ে যাচ্ছেন, তাঁকেই মাড়িয়ে চলে যাচ্ছে। একজন অন্যজনের গায়ের উপর চেপে পড়ছেন। ভিড়ে পুরুষ, মহিলা সকলেই রয়েছেন। পুলিশ উপস্থিত থাকলেও এই বিপুল ভিড় সামাল দিতে অপারগ। স্টেডিয়ামের বাইরে ভিড় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

অনলাইনে টিকিট বিক্রির জন্য যে স্লট বরাদ্দ ছিল তাতে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভাগ্যবানরা অনলাইনে টিকিট পেয়ে গিয়েছেন। যাঁরা পাননি তাঁরা সকাল থেকে মোদী স্টেডিয়ামের বাইরে লম্বা লাইনে। অনলাইনে পাওয়া যায়নি, অফলাইনে টিকিট কাটতে গিয়ে লম্বা লাইন দেখে হতাশ ক্রিকেটপ্রেমীরা। জানা গিয়েছে, পঞ্চাশ হাজার অফলাইন টিকিট রাখা হয়েছিল। যার বেশিরভাগটাই বিক্রি হয়ে গিয়েছে। অনেকে বিদেশ থেকে এসেছেন আইপিএল ফাইনাল দেখার জন্য। কিন্তু অনলাইনে টিকিট না পেয়ে হতাশ তাঁরা। স্টেডিয়ামের বাইরে লম্বা লাইনে দাঁড়ালেও টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই। এই পরিস্থিতির জন্য বিসিসিআইয়ের উপর ক্ষুব্ধ দর্শকরা।

চার বছর পর ধুমধাম করে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। মোদী স্টেডিয়ামে নাচে গানে জমিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়ারা। শেষটাও স্মরণীয় করে রাখতে চায় বিসিসিআই। রবি রাতে মেগা ফাইনালে বলিউড তারকা রণবীর সিং এবং সুরকার এ আর রহমান পারফর্ম করতে পারেন।

Next Article