Shubman Gill : মাত্র ৬ রান… সেঞ্চুরি মিসের আক্ষেপের মাঝেই গিলের গলায় আশার সুর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 07, 2023 | 9:46 PM

GT vs LSG, IPL 2023: আমেদাবাদে রবিবাসরীয় গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ আরও জমে যেত যদি সেঞ্চুরি পেতেন হার্দিকের দলের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে গিলের।

Shubman Gill : মাত্র ৬ রান... সেঞ্চুরি মিসের আক্ষেপের মাঝেই গিলের গলায় আশার সুর
Shubman Gill : মাত্র ৬ রান... সেঞ্চুরি মিসের আক্ষেপের মাঝেই গিলের গলায় আশার সুর
Image Credit source: IPL Website

Follow Us

আমেদাবাদ : লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে বিধ্বংসী মেজাজে শুরু থেকে ব্যাট করছিলেন গুজরাটের তারকা ওপেনার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সেই সময় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill)। এরপর তাঁরও সময় এল। চার-ছক্কার ফুলঝুরি দেখালেন গিলও। আজকের ম্যাচে গুজরাটের পক্ষ থেকে জোড়া সেঞ্চুরি হত। কিন্তু একটিও হল না। রবি-বিকেলে আইপিএলের (IPL 2023) ম্যাচে আমেদাবাদের হাউসফুল গ্যালারি ঋদ্ধি ও শুভমনের ব্যাটে রানের ঝড় দেখল। ঋদ্ধি উপহার দিলেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। ১৯ রান দূরে থাকাকালীন তাঁর উইকেট হারায় গুজরাট। অন্যদিকে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে গিলের। যার ফলে নিশ্চিতভাবে হতাশ গিল। ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর ইনিংস ব্রেকে গিল জানালেন, সেঞ্চুরির কথা তাঁর মাথায় ছিল ঠিকই। কিন্তু অল্পের জন্য তা হাতছাড়া হয়েছে। একইসঙ্গে গিল জানান, তিনি আশাবাদী বাকি থাকা ম্যাচগুলিতে হয়তো সেঞ্চুরি পাবেন। ইনিংস ব্রেকে আর কী কী বললেন শুভমন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লখনউয়ের বিরুদ্ধে ৯৪ রানে পৌঁছনোর পর আর ১টা ছয় মারতে পারলেই সেঞ্চুরি হয়ে যেত গিলের। কিন্তু তা আর আসেনি গিলের ব্যাটে। ইনিংসের বিরতিতে শুভমন বলেন, ‘আজ ভীষণ গরম ছিল। তবে আমরা যেভাবে শুরু করেছিলাম তার জন্য ঋদ্ধি (সাহা) ভাইকে ধন্যবাদ। আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এটা বেশ ভালো উইকেট। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল। কারণ এটা শুষ্ক উইকেট ছিল এবং যার ফলে অদ্ভূত ভাবে বল থমকে থমকে আসছিল।’

প্রসঙ্গত, গুজরাটের ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন শুভমন। বল করতে এসেছিলেন যশ ঠাকুর। ওই ওভারের প্রথম বলে শুভমন ছক্কা হাঁকান। এরপর তিনি পৌঁছে যান ৯১ রানে। দ্বিতীয় বলে ২ রান নেন তিনি। তৃতীয় বলে কোনও রান নিতে পারেননি গিল। এরপর চতুর্থ বলে ১ রান নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইক দেন। পঞ্চম বলে মিলার চার মারেন। আর ওভারের শেষ মিলার ১ রান নেন। তৃতীয় বলে যদি তিনি রান পেতেন আর চতুর্থ বলে যদি গিল ছয় মারতে পারতেন তা হলে আজ সেঞ্চুরি আসত গিলের ব্যাটে। শেষ অবধি তা হয়নি। ৯৪ করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে গিলকে। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর শুভমনের কথায় ফুটে উঠেছে আক্ষেপ। তিনি বলেন, ‘শতরানের কথাটা শেষ ওভারে আমার মাথায় ছিল ঠিকই। তবে চতুর্থ বলে আমি বাউন্ডারি মারতে পারিনি। তবে আমাদের আরও কয়েকটি ম্যাচ রয়েছে এবং আমি সুযোগ পাব। আশা করি তার মধ্যে সেঞ্চুরি আসবে।’

Next Article