Mitchell Starc: ৯ বছর পর ফের আইপিএলের আঙিনায় ফিরছেন মিচেল স্টার্ক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 07, 2023 | 2:11 PM

IPL 2024: ২০২৪ সালের আইপিএলে খেলতে আগ্রহী অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc)। দীর্ঘ ৯ বছর পর আইপিএলে ফেরার বিশেষ কারণও জানালেন অজি জোরে বোলার।

Mitchell Starc: ৯ বছর পর ফের আইপিএলের আঙিনায় ফিরছেন মিচেল স্টার্ক
Mitchell Starc: ৯ বছর পর ফের আইপিএলের আঙিনায় ফিরছেন মিচেল স্টার্ক
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন সকল তরুণ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি লিগের জৌলুসও সেই তরুণ ক্রিকেটারদের টানে। তবে শুধু তরুণদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ টানে বললে ভুল বলা হবে। বরং ফ্র্যাঞ্চাইজি লিগে সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের মিশেল মারাত্মক চোখে পড়ে। দীর্ঘ ৯ বছর পর ফের আইপিএলের আঙিনায় ফিরতে চলেছেন এক অজি তারকা। চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার পর অজি তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc) জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেললে অনেক অর্থ উপার্জন করা যায়, সেটা ঠিক। কিন্তু তাঁর কাছে মূল্যবান অস্ট্রেলিয়ার হয়ে খেলা। স্টার্ক অবশ্য সেই সময় এক বারও বলেননি তিনি আর আইপিএলে খেলবেন না। অতীতে তিনি ভারতের কোটিপতি লিগে খেলেছেন। এ বার ফিরতে চান আইপিএলে (IPL)। যদিও দীর্ঘ ৯ বছর পর আইপিএলে ফেরার বিশেষ কারণও জানালেন অজি জোরে বোলার। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০১৫ সালে শেষ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন মিচেল স্টার্ক। তারপর ২০১৮ সালের আইপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন স্টার্ক। তাঁকে ৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সে বারের আইপিএলে তাঁর খেলা হয়নি। পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন তিনি। এ বার ফের আইপিএলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন স্টার্ক। ২০২৪ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্টার্কের মতে, কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য অন্যতম সেরা প্রস্তুতির মঞ্চ হতে চলেছে আগামী বছরের আইপিএল। যে কারণে তিনিও ২০২৪ এর আইপিএলে খেলতে আগ্রহী।

অজি তারকা পেসার মিচেল স্টার্ক উইলো টক ক্রিকেট পডকাস্টে বলেছেন, ‘আমি নিশ্চিত ভাবে আগামী বছরের আইপিএলে ফিরছি। এটা অস্বীকার করার উপায় নেই যে, টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল দারুণ প্রস্তুতির মঞ্চ। আইপিএলে খেলার পর টি-২০ বিশ্বকাপে খেলতে যাওয়াটা মন্দ হবে না। চলতি গ্রীষ্মকালীন ক্রিকেট মরসুমের চেয়ে আগামী বছরটা তুলনামূলক ভাবে ক্রিকেট সূচিতে ঠাসা থাকবে না। তাই আমার মনে হয় আইপিএলে নাম লেখানোর এটাই প্রকৃত সুযোগ।’

মিচেল স্টার্ক যে আইপিএলে ফিরতে আগ্রহী, তা পরিষ্কার করে দিয়েছেন। এ বার দেখার ২০২৪ সালের আইপিএলে তাঁকে খেলতে দেখা যায় কিনা। অবশ্য আগামী বছরের আইপিএলের আগে হবে মিনি নিলাম। সেখানেই জানা যাবে, কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিচেল স্টার্কের উপর আগ্রহ দেখায় কিনা।

Next Article