IPL 2024 Auction: নিলামের ২৪ ঘণ্টা আগে ১৮.৫০ কোটিতে স্টার্ককে কিনল আরসিবি!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 19, 2023 | 12:06 PM

রাত পোহালেই দুবাইয়ের নিলাম ঘর জমজমাট হয়ে যাবে। তার ২৪ ঘণ্টা আগেই দল পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মিচেল স্টার্ক (Mitchell Starc)! প্রায় ৭ বছর পর আইপিএলে ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা স্টার্ক। তাঁকে নিলামের আগেই দলে ফিরিয়েছে আরসিবি (RCB)।

IPL 2024 Auction: নিলামের ২৪ ঘণ্টা আগে ১৮.৫০ কোটিতে স্টার্ককে কিনল আরসিবি!
নিলামের ২৪ ঘণ্টা আগে ১৮.৫০ কোটিতে স্টার্ককে কিনল আরসিবি!
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএল নিলামের (IPL 2024 Auction) দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই দুবাইয়ের নিলাম ঘর জমজমাট হয়ে যাবে। তার ২৪ ঘণ্টা আগেই দল পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মিচেল স্টার্ক (Mitchell Starc)! প্রায় ৭ বছর পর আইপিএলে ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা স্টার্ক। তাঁকে নিলামের আগেই দলে ফিরিয়েছে আরসিবি (RCB)। বেস প্রাইস ২ কোটি ছিল প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোৎজের। প্রায় নয় গুন বেশি দর পেলেন তেইশের ক্যারাটে কিড। গুজরাট টাইটান্স নিয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ বোলারকে। এই সব তথ্যে চমকে যাচ্ছেন নাকি? তালগোল পাকিয়ে যাচ্ছে?

জানতে চান, আসল ঘটনা কী? মঙ্গলবার আইপিএলের নিলাম। এ কথাই ঠিক। সোমবার আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি নেমেছিল আইপিএল নিলামের ড্রেস রিহার্সালে। আসলে জিও সিনেমায় চলছে আইপিএল নিলামের মহড়া। ১০ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ১০ প্রতিনিধি মক অকশনে ক্রিকেটারদের বেছে নেন। সেই মক অকশনেই সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তারপরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোৎজে। মক অকশনে বেশি দর পাওয়া আরও চার ক্রিকেটার কারা হলেন? অজি অধিনায়ক প্যাট কামিন্স, ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর, ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা।

আইপিএল নিলামের মহড়ায় কে কোন দলের প্রতিনিধিত্ব করলেন? তাঁরা কিনলেনই বা কাকে? কত দর উঠল নিলামের ফাইনাল রিহার্সলে? একটা ব্যাপার পরিষ্কার, যতই মক অকশন হোক, এই দশ ক্রিকেটারই কিন্তু নিলামের মাতাবেন। দর-দাম এদিক-ওদিক হতে পারে। বদলে যেতে পারে দল। কিন্তু কারা নজরে থাকবেন, তা মোটামুটি চূড়ান্ত মহড়ায় জানা হয়ে যাবে। আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক…

  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মক অকশনে আরসিবির প্রতিনিধি হিসেবে ছিলেন মাইক হেসন। মিচেল স্টার্ককে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কেনেন।
  • গুজরাট টাইটান্সের প্রতিনিধি হিসেবে ছিলেন পার্থিব প্যাটেল। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোৎজেকে ১৮ কোটি টাকায় কিনলেন।
  • সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধি হিসেবে ছিলেন ইওন মর্গ্যান। প্যাট কামিন্সকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে নেন।
  • পঞ্জাব কিংসের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিনব মুকুন্দ। প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ১৪ কোটি টাকা দিয়ে নিল ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে।
  • জেরাল্ড কোৎজের পাশাপাশি মক অকশনে গুজরাট টাইটান্স ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ৯ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়।
  • চেন্নাই সুপার কিংসের প্রতিনিধি হিসেবে ছিলেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস ৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মক অকশনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন রবীন উথাপ্পা। লখনউ সুপার জায়ান্টসের প্রতিনিধি হিসেবে ছিলেন আরপি সিং, দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধি ছিলেন আকাশ চোপড়া, রাজস্থান রয়্যালসের প্রতিনিধি ছিলেন জাহির খান এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধি ছিলেন অনিল কুম্বলে। ঘটনা হল, নিলামের চূড়ান্ত মহড়ায় আনসোল্ড থেকে গেলেন স্টিভ স্মিথ। দুবাইয়ে আসল নিলামেও কি তাই হবে?

Next Article