কলকাতা: কখনও প্রেমে পড়েছেন? হয়তো। কিন্তু সে সব নিয়ে চর্চা শোনা যায়নি কখনও। প্রেম যদি থাকে, পরিণয়ের দিকে এগনোর কথা ভেবেছিলেন? এতদিন সে কথাও শোনা যায়নি। এ বার নিজেই ফাঁস করে দিলেন। ভারত তো বটেই মেয়েদের বিশ্ব ক্রিকেটে মিতালি রাজ কিংবদন্তি। তিন ধরনের ফর্ম্যাটেই অত্যন্ত সফল। রান মেশিন বলা হত তাঁকে। বিশ্ব ক্রিকেটে ভারতকে সামনের সারিতে তুলে এনেছিলেন মিতালি। ২৫ বছরের কেরিয়ারে প্রচুর স্মৃতি তাঁকে ঘিরে। আজও মিতালি আইকন ভারতের ছোট ছোট মেয়েদের। সেই তিনিই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন।
বিয়ে কিছুটা আতঙ্কের মতোই ছিল মিতালির কাছে। ক্রিকেটের প্রতি প্রেম ছেলেবেলা থেকে। যদি বিয়ে করেন, ক্রিকেট প্রেম থাকবে তো, এই প্রশ্ন ছিল তাঁর কাছেই। বিশেষ করে বিয়ের পর তাঁকে এমন অনেক অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হবে, যা সামলে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হবে। মিতালি এক ইউটিউব ইন্টারভিউতে বলেছেন, ‘আমি কোনও দিন ওই পরিস্থিতিতে যাইনি। আমার মা আর দিদি কিছু সম্বন্ধ এনেছিল। আমি কথা বলতে রাজি হই। কথা শুরু হতেই ছেলে পক্ষ সরাসরি বিয়ের পরের কথায় চলে গিয়েছিল। কতগুলো বাচ্চা তারা চায়, সরাসরি বলেছিল। এমন পরিস্থিতিতে যে পড়তে হতে পারে, আমি ভেবেই অবাক হয়ে গিয়েছিলাম। ব্যাকফুটে চলে যাই। আমি সব সময় ক্রিকেট নিয়ে ভেবেছি। কিন্তু এমন কিছু কথা আজও ভুলিনি।’
মিতালি তখন ভারতীয় টিমের ক্যাপ্টেন। মেয়ে দেখতে এসেছিল ছেলেপক্ষ। যা আজও ভোলেননি। ‘আমি তখন ভারতের ক্যাপ্টেন। সম্বন্ধ দেখতে এসে একজন বলেছিল, বিয়ের পর তোমাকে কিন্তু বাচ্চাদের দেখতে হবে। আর একটা কথা চমকে দিয়েছিল। যদি ওর মায়ের কিছু হয়, আমি ওর মাকে দেখব, নাকি ক্রিকেট খেলতে যাব। আমি অবাক হয়েছি সেটা দেখে আবার বলেছিল, তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার জানতে চাই।’