MLC 2023, DJ Bravo: সিটের তলা থেকে উঠেই…! ব্র্যাভোর মজায় আঁতকে উঠলেন মহিলা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 10, 2023 | 7:30 AM

Major League Cricket: চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে ব্র্যাভো। তবে সিএসকে ফ্র্যাঞ্চাইজি টিম কিনেছে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে। সেই টেক্সাস সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ব্র্যাভোকে।

MLC 2023, DJ Bravo: সিটের তলা থেকে উঠেই...! ব্র্যাভোর মজায় আঁতকে উঠলেন মহিলা
Image Credit source: twitter

Follow Us

প্রস্তুতি শেষ। টেক্সাস সুপার কিংস টিম বাসে একে একে সকলেই উঠে আসছেন। ডেভন কনওয়ে, ফাফ ডুপ্লেসিরাও উঠলেন। টেক্সাস সুপার কিংসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সকলের পাশাপাশি টিমের এক মহিলা সাপোর্ট স্টাফও উঠছেন। বাকিদের সঙ্গে কথা বলছিলেন। তাঁর ডান দিকের একটি সিটের নীচে লুকিয়ে ছিলেন ডোয়েন ব্র্যাভো। এরপরই এক কান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ান ক্রিকেটাররা কতটা মজা করতে ভালো বাসেন, এ কারও অজানা নয়। জীবনটাকে রাজার মতোই বাঁচাই লক্ষ্য। ক্রিস গেইল তার অন্যতম উদাহরণ। তাঁর নানা ভিডিয়োতেই এমনটা দেখা যায়। ব্যাট হাতে যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই দিলখোলা। আইপিএলের সৌজন্যে ডোয়েন ব্র্যাভোরও মজার রূপ দেখা গিয়েছে। আইপিএলে ১৬ তম সংস্করণের আগে অবধি টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন ব্র্যাভোই। গত মরসুমে তাঁর রেকর্ড ভাঙেন যুজবেন্দ্র চাহাল। দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ডোয়েন ব্র্যাভো হয়ে উঠেছেন ডিজে ব্র্যাভো।

এ বছর আইপিএল খেলেননি। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে ব্র্যাভো। তবে সিএসকে ফ্র্যাঞ্চাইজি টিম কিনেছে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে। সেই টেক্সাস সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ব্র্যাভোকে। শুক্রবার শুরু হবে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণ। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে টেক্সাস সুপার কিংস। তারই প্রস্তুতি চলছে ডুপ্লেসি, ব্র্যাভোদের। প্র্যাক্টিস শেষে টিম বাসে আগেই উঠেছিলেন ব্র্যাভো। কিন্তু সিটের তলায় লুকিয়ে থাকায় তাঁকে দেখতে পাননি সেই মহিলা সাপোর্ট স্টাফ। হঠাৎ উঠে চিৎকার করায় প্রথমে চমকে যান। পরে অবশ্য হাসিতে ফেটে পড়েন।

Next Article