কলকাতা: কোনও নতুন টুর্নামেন্ট শুরু হলে যতটা আনন্দ হয়, ঠিক ততটাই খারাপ লাগে তা শেষ হয়ে গেলে। কিন্তু সেই টুর্নামেন্ট যদি সফল হয়, তা হলে সম্ভবনা থাকে প্রতি মরসুমে তা উপভোগ করার। এই যদি বলা হয় মার্কিন মুলুকের টি-২০ লিগ MLC র কথা। যখন এই লিগ সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছিল তখন অনেকেই বলেছিলেন, মার্কিন মুলুকে বেসবল, বাস্কেটবল ছেড়ে ক্রিকেট? কারা দেখবে? মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) উদ্বোধনী সংস্করণ সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। দেখতে দেখতে শেষের পথে এ বারের এমএলসি। অপেক্ষার আর একটি ম্যাচ। ৩১ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল। আর সেই মেগা ম্যাচে মুখোমুখি সিয়াটেল অরকাস (Seattle Orcas) ও এমআই নিউ ইয়র্ক (MI New York)। এই দুই টিম কোন পথে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে উঠল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গ্রুপ পর্বে ৫টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ১টিতে হারের পর শীর্ষে ছিল সিয়াটেল অরকাস। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও টেক্সাস সুপার কিংসকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছিল সিয়াটেল। এরপর গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কাছে হেরে যায় সিয়াটেল। তারপর এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছিল সিয়াটেল অরকাস। সেখানে দ্বিতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করা টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে এ বারের মেজর লিগ ক্রিকেটের প্রথম ফাইনালিস্ট হয় সিয়াটেল অরকাস।
গ্রুপ পর্বের ৫ ম্যাচে ২টি জয় ৩টি হার। পয়েন্ট ছিল চার। মেজর লিগ ক্রিকেটের প্রথম ম্যাচেই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে হারে এমআই। দ্বিতীয় ম্যাচে নাইট রাইডার্সকে হারান নিকোলাস পুরানরা। এরপর তৃতীয় ম্যাচে টেক্সাস সুপার কিংসের কাছে আবার হারে এমআই। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে জেতে কায়রন পোলার্ডের দল। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটেলের কাছে হারে এমআই। এরপর কোয়ালিফায়ারে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে খেলে এমআই নিউ ইয়র্ক। সেই ম্যাচ জিতে চ্যালেঞ্জারে পৌঁছায় এমআই। সেখানে টেক্সাসকে হারিয়ে ফাইনালের টিকিট পায় এমআই নিউ ইয়র্ক।