MLC 2023 : ‘ও হয়তো হিংসে করবে’ বলছেন ঋতুরাজের ওপেনিং সঙ্গী!

Texas Super Kings: চেন্নাই সুপার কিংসে কনওয়ের ওপেনিং সঙ্গী ঋতুরাজ গায়কোয়াড়। সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেকও হতে পারে ঋতুরাজের।

MLC 2023 : ও হয়তো হিংসে করবে বলছেন ঋতুরাজের ওপেনিং সঙ্গী!
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 12, 2023 | 6:45 AM

ঋতুরাজ গায়কোয়াড় ওয়েস্ট ইন্ডিজ সফরে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে লিগে। টেক্সাস সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের একঝাঁক ক্রিকেটার খেলবেন এই দলে। সঙ্গে রয়েছেন সিএসকে-র প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লেসিও। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তার আগে নানা কথা বললেন টেক্সাস সুপার কিংস ওপেনার। তিনি চেন্নাই সুপার কিংসেও ইনিংস ওপেন করেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে ওপেন করবেন ডেভন কনওয়ে এবং অধিনায়ক ফাফ ডুপ্লেসি। চেন্নাই সুপার কিংসে কনওয়ের ওপেনিং সঙ্গী ঋতুরাজ গায়কোয়াড়। সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেকও হতে পারে ঋতুরাজের। আর সে সময় আমেরিকার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে কনওয়েকে। ওপেনিং সঙ্গী বদল হওয়ায় ঋতুরাজ ঈর্ষা করতে পারেন, মজা করে এমনটাই বলছেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বলছেন, ‘প্রস্তুতি ম্যাচে ফাফের সঙ্গে ব্যাটিং করেছি। তারকাদের সঙ্গে একই দলে থাকতে পেরে খুবই ভালো লাগছে। ফাফের সঙ্গে ওপেন করে দুর্দান্ত লাগছে।’

আমেরিকায় থাকলেও তাঁর আইপিএল ঘোর কাটছে না। গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়-ডেভন কনওয়ে ওপেনিং জুটির। টেক্সাসের হয়ে নামার আগে ঋতুরাজকে ভুলছেন না। তবে মনে রাখার বিষয়টা মজার ছলেই দিলেন, ‘আমি জানি, ঋতুরাজ কিছুটা ঈর্ষা করবে। তবে সত্যিই ফাফের সঙ্গে জুটিতে ব্যাটিং করে ভালো লেগেছে। ক্রিজে নেমেই কাজে লেগে পড়ে। প্রথম ডেলিভারি থেকেই শট খেলতে শুরু করল। ওর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। টেক্সাস সুপার কিংসে এই সময়টা উপভোগ করতে চাই।’