MLC 2023 : উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ, হাউসফুল স্টেডিয়ামে নামছে নাইট রাইডার্স

Texas Super Kings: লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স অধিনায়ক করেছে সুনীল নারিনকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খুবই জনপ্রিয় নারিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে গুরুত্বপূর্ণ মুখ।

MLC 2023 : উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ, হাউসফুল স্টেডিয়ামে নামছে নাইট রাইডার্স
মজার সেশনে নাইট রাইডার্স ক্রিকেটাররা।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 12:30 AM

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে শুরু হবে মেজর লিগ ক্রিকেট। টেক্সাসে উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হতে চলেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ। হাউসফুল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নামছে নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেক্সাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। শুরুতেই সুপার কিংস বনাম নাইট রাইডার্স হাইভোল্টেজ ম্যাচ। দু-দলেই রয়েছে বহু পরিচিত নাম। আন্তর্জাতিক ক্রিকেটই শুধু নয়, আইপিএলের সৌজন্যে ফাফ ডুপ্লেসি, ডোয়েন ব্র্যাভো, ডেভন কনওয়ে, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, সুনীল নারিনরা ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে কেমন সাড়া মিলবে তা নিয়ে সংশয় ছিল। প্রথম ম্যাচেই টিকিট শেষ হয়ে যাওয়ায় ভালো কিছুরই প্রত্যাশা করছে অংশগ্রহনকারী ফ্র্যাঞ্চাইজিগুলিও।

প্রতিযোগিতার উদ্বোধনী দিন ড্রোন শো, ম্যাচ শেষে আতসবাজি প্রদর্শনীও থাকবে। মেজর লিগ ক্রিকেটের অন্যতম প্রতিষ্ঠাতা সমীর মেহতা বলছেন, ‘ক্রিকেট সমর্থকরা আমেরিকায় অবিস্মরণীয় একটা রাত দেখবেন। হাউসফুল গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে বিশ্বের সেরা ক্রিকেটারদের স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেট প্রেমীরা।’

টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলছেন, ‘টেক্সাসে আসার পর থেকেই দারুণ সমর্থন পাচ্ছি। হাউসফুল স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমেরিকার ক্রিকেটে বিশেষ মুহূর্তের অংশ হতে পারব ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে।’ উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে অংশ নিচ্ছে ছ’টি দল। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। রাউন্ড রবিন পর্বের পর আইপিএলের মতো নকআউট। ফাইনাল ৩০ জুলাই ডালাসে।

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স অধিনায়ক করেছে সুনীল নারিনকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খুবই জনপ্রিয় নারিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে গুরুত্বপূর্ণ মুখ। নাইট অধিনায়ক সুনীল নারিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমেরিকায় ক্রিকেট চালু নিয়ে কথা চলছিল। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। প্রথম ম্যাচেরই টিকিট শেষ, শুনে খুবই আনন্দ হচ্ছে। সকলকে নিজেদের আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে মুখিয়ে রয়েছি।’