
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ফ্র্যাঞ্চাইজিরই দল এমআই নিউ ইয়র্ক। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী মরসুমের ফাইনালে জায়গা করে নিয়েছে এমআই। সামনে সিয়াটল অর্কাস। মেজর লিগ ক্রিকেটে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল তারাই। দ্বিতীয় কোয়ালিফায়ারে টেক্সাস সুপার কিংসকে হারিয়ে ট্রফির ম্যাচে তাদের সামনে এমআই নিউ ইয়র্ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আমেরিকায় ক্রিকেট নিয়ে তেমন জনপ্রিয়তা নেই। মেজর লিগ ক্রিকেট কতটা সফল হবে এই প্রশ্ন ছিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে মেজর লিগ ক্রিকেট আয়োজন বেশ কিছুটা স্বস্তি দিতে পারে। ছ-দলের এমএলসি প্রথম মরসুমের নিরিখে সফল। প্রত্যাশা অনুযায়ী সাড়া মিলেছে। ফাইনালেও রোমাঞ্চকর পরিবেশে নামতে মুখিয়ে দু-দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একমাত্র প্রতিনিধি হিসেবে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে নামছে এমআই নিউ ইয়র্ক। মেজর লিগে মোট ছটি দল অংশ নিয়েছে। এর মধ্যে তিনটি দলই আইপিএল ফ্র্যাঞ্চাইজির। গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টেক্সাস সুপার কিংস ও এমআই প্লে-অফে জায়গা করে নিয়েছিল। সেখান থেকে ফাইনালে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন এমআই নিউ ইয়র্ক।
এমআই এলিমিনেটর এবং কোয়ালিফায়ারে অনবদ্য পারফর্ম করেছে। ব্যাটিংয়ে আলাদা করে বলতে হয় নিকোলাস পুরান এবং টিম ডেভিডের কথা। তেমনই বোলিংয়ে ট্রেন্ট বোল্ট অনবদ্য ছন্দে। যদিও সিয়টলের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। সিয়াটলের কিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন বিধ্বংসী ফর্মে। গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি সাক্ষাতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল সিয়াটল।
সিয়াটল অর্কাস বনাম এমআই নিউ ইয়র্ক, মেজর লিগ ক্রিকেট ফাইনাল
ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৬টায়, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার