ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক বা অন্য কোনও লিগ, এমআই বনাম সুপার কিংস আলাদা মাত্রা রাখে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস বরাবরই রুদ্ধশ্বাস একটা ম্যাচের প্রত্যাশা রাখে। ফুটবলে যেমন এল ক্লাসিকো রয়েছে কিংবা ডার্বি ম্যাচ, তেমনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই দু-দলের মুখোমুখি হওয়াকে বড় ম্যাচ বলা যায়। উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে এমআই নিউ ইয়র্ক ও টেক্সাস সুপার কিংস। তবে আজ কোয়ালিফায়ারের ম্যাচ। জিতলে ফাইনাল। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে সিয়াটল অর্কাস। তাদের সামনে কোন দল, ঠিক হবে কিছুক্ষণের মধ্যেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মার্কিন মুলুকে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে ৬টি দল অংশ নিয়েছে। এর মধ্যে তিনটি দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজির। টুর্নামেন্টের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। মাত্র একটি ম্যাচ জিতেছিল সুনীল নারিনের নেতৃত্বাধীন নাইট রাইডার্স। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের দল এমআই নিউ ইয়র্ক। তেমনই চেন্নাই সুপার কিংসের রয়েছে টেক্সাস সুপার কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে আইপিএলের প্রতিনিধি হিসেবে যে কোনও একটি দল ফাইনালে জায়গা করে নেবে।
সুপার কিংস এবং এমআই দু-দলেই সেরা টি-টোয়েন্টি ক্রিকেটাররা রয়েছেন। পারফরম্যান্সের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন সুপার কিংস। অনবদ্য আইপিএল মরসুম কাটানোর পর এমএলসি-তেও ফর্মে সুপার কিংস ওপেনার ডেভন কনওয়ে। টুর্নামেন্টে ছয় ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৩ রান। এমআই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আইপিএলে একটা বিষয় দেখা যায়। তাদের শুরুটা ভালো না হলেও শেষ দিকে জ্বলে ওঠে। এখানেও যেন পরিস্থিতি তেমনই।
এলিমিনেটর জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পোলার্ডের নেতৃত্বাধীন এমআই নিউ ইয়র্ক। আর একটা ম্যাচ জিতলেই ফাইনাল। ব্যাটিংয়ে দুর্ধর্ষ ফর্মে রয়েছে নিকোলাস পুরান, টিম ডেভিডরা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান ছয় ম্যাচে করেছেন ২২৮ রান। টিম ডেভিড লোয়ার অর্ডারে বিধ্বংসী মেজাজে। ছয় ম্যাচে তাঁর সংগ্রহ ১৬৬ রান। স্ট্রাইকরেট প্রায় ১৭৩। আইপিএলে পাঁচ বার করে ট্রফি জিতেছে সুপার কিংস ও এমআই। মেজর লিগে কোন দল ফাইনালে যাবে, নজর সেদিকেই।
টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্ক
ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৬টায়, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার