বয়স নয়, ফিটনেসই যে আসল বারবার তা প্রমাণ হয়েছে। আরও একবার সেই ধ্রুব সত্য দেখালেন ৩৯ বছরের ফাফ ডুপ্লেসি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তেমনই কিছু চোখ ধাঁধানো ক্যাচও রয়েছে ডুপ্লেসির। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক। আমেরিকার উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে তিনি অবশ্য সুপার কিংসে খেলছেন। আইপিএলে তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসে। আর টেক্সাসের হয়েই অবিশ্বাস্য একটা ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ডোয়েন ব্র্যাভো এবং ডুপ্লেসির কমেন্ট ভাইরাল হয়েছিল। ব্র্যাভো লিখেছিলেন, তিনি আরও দশ বছর খেলা চালিয়ে যেতে পারবেন। ডুপ্লেসিও সেই কথায় সায় দেন। পাশাপাশি ডুপ্লেসি এও জানান, তাঁরা যেন অন্তত আরও পাঁচটা বছর খেলতে পারেন। ডুপ্লেসির যা ফিটনেস তাতে আরও পাঁচ বছর দাপিয়ে খেলতেই পারেন।
Oh Captain? Our Captain?? @faf1307 #TSKvMINY #WhistleForTexas pic.twitter.com/y9fbEmZJke
— Texas Super Kings (@TexasSuperKings) July 18, 2023
আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও দল কিনেছে মেজর লিগ ক্রিকেটে। সেই দল অর্থাৎ এমআই নিউইয়র্কের বিরুদ্ধেই অনবদ্য ক্যাচ ডুপ্লেসির। ফেরান এমআইয়ের বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডকে। টেক্সার সুপার কিংস ১৭ রানের জয় ছিনিয়ে নেয়। ৫৫ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলা টেক্সাসের ওপেনার ডেভন কনওয়ে ম্যাচের সেরার পুরস্কার জেতেন।
It was a FaFulous delight?@Faf1307#TSKvMINY #WhistleForTexas #MajorLeagueCricket pic.twitter.com/TFCo6sQYbw
— Texas Super Kings (@TexasSuperKings) July 18, 2023
শেষ ওভারে ২১ রান প্রয়োজন ছিল এমআই-এর। ড্যানিয়েল স্যামসের স্লোয়ারে মিস হিট টিম ডেভিডের। বল অনেকটা উচুঁতে। মনে হয়েছিল, বোলারের পিছন দিকে নো ম্যানস ল্যান্ডে পড়বে। এরপরই সেই ঘটনা। লং অন থেকে দৌড়ে ফাফ ডুপ্লেসির উদয় এবং ফরোয়ায়ার্ড ডাইভে ক্যাচ। টিম ডেভিড ক্রিজে থাকলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। তবে শুধু এটিই নয়। ম্যাচে আরও একটি অসাধারণ ক্যাচ নেন ডুপ্লেসি।