MI New York: আইপিএলের ছন্দ কি ধরে রাখতে পারবে MI? এলিমিনেটর ম্যাচে প্রতিপক্ষ ওয়াশিংটন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 27, 2023 | 2:08 AM

Major League Cricket: উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে এমআই নিউইয়র্ক।

MI New York: আইপিএলের ছন্দ কি ধরে রাখতে পারবে MI? এলিমিনেটর ম্যাচে প্রতিপক্ষ ওয়াশিংটন
Image Credit source: twitter

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক এবং সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। মেজর লিগ ক্রিকেটেও দল নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। ছয় দলের মেজর লিগ ক্রিকেটের প্লে-অফে জায়গা করে নিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে এমআই নিউইয়র্ক। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই নিকোলাস পুরান। তিনি খেলছেন মেজর লিগ ক্রিকেটে। এমআই নিউ ইয়র্কের এই কিপার ব্যাটার অনবদ্য ছন্দে। গ্রুপ পর্বের ৫ ম্যাচে ২২৭ রান করেছেন পুরান। স্ট্রাইক রেট দেড়শোরও বেশি।

মেজর লিগ ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন ওয়াশিংটন ফ্র্যাঞ্চাইজির বোলার সৌরভ নেত্রভালকর। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি ৭.৫১। তেমনই ভুললে চলবে না এমআই নিউ ইয়র্কের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের কথা। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বোল্ট মেজর লিগে ৫ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট।

মেজর লিগ ক্রিকেটে ৬টি দল অংশ নিচ্ছে। এ বারই উদ্বোধনী সংস্করণ। এমআইয়ের লক্ষ্য থাকবে আইপিএলের মতো সাফল্য এই লিগেও পাওয়া।

 

ম্যাচ শুরু কাল রাত ২টোয়, জিও সিনেমায় সরাসরি সম্প্রচার