কলকাতা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি ২০ ম্যাচ হেরে গিয়েছে ভারত। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যর্থ কৌশল নিয়ে সমালোচনার অন্ত নেই। টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের গুসসা দেখে চুপ থাকতে পারলেন না প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টানা হার সত্ত্বেও মেন ইন ব্লু-র পাশে দাঁড়িয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর অনুরোধ, ফলাফল যাই হোক, এই মুহূর্তে সকলের একতা দেখানো উচিত। টিম ইন্ডিয়া পাশে থাকা উচিত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।
মহম্মদ কাইফ টুইটারে লিখেছেন, “ক্রিকেট ফ্যানদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে টিমের বিরুদ্ধে কথা বলবেন না। এই সময়ে একতা দেখান। প্রিয় খেলোয়াড়দের নিয়ে বিভক্ত হবেন না। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় খেলেছেন টিম ইন্ডিয়ার তারকা জসপ্রীত বুমরা ছাড়াই। তবে এবার ঘরে আসছে বিশ্বকাপ। ক্রিকেটারদের প্রয়োজন আপনার সমস্ত সমর্থন এবং ভালবাসার।”
Small request for cricket fans: Don’t write off Indian team. Show unity, don’t be divided by your individual choice of players. Rohit and Dravid have played big tournaments without stars like Bumrah. World Cup is coming home, the boys need your support.
— Mohammad Kaif (@MohammadKaif) August 6, 2023
ওডিআই বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। ভারতীয় দল এখনও চোট আঘাতের সঙ্গে লড়াই করছে। চলতি মাসেই আয়ার্ল্যান্ডে বিরুদ্ধে টি২০ সিরিজে প্রত্যাবর্তন হচ্ছে জসপ্রীত বুমরার। তবে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত নয় ভারতীয় দল। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। তবে টি২০ সিরিজে প্রথম থেকেই নড়বড়ে মেন ইন ব্লু।